TMC Vs TMC: তৃণমূলের নতুন বিতর্ক ২০২৫ সালের ক্যালেন্ডার, মমতা আর অভিষেকের ছবি নিয়ে সমস্যা

Published : Jan 24, 2025, 03:37 PM IST
TMC Organizational Reshuffle  Mamata agrees to Abhishek Banerjees draft says Sources bsm

সংক্ষিপ্ত

তৃণমূল সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর থেকে ২০২৫ সালের ক্যালেন্ডার বিলি করা হয়েছিল দলের সভাপতিদের মধ্যে। 

নতুন বছরের শুরুতেই ক্যালেন্ডার (TMC calendar) নিয়ে বিতর্ক তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরে। যদিও দলের নেতারা এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি। কিন্তু কালীঘাট থেকে ক্যামাকস্ট্রি- সর্বত্রই বিতর্কের আঁচ পড়েছে। ক্যালেন্ডার নিয়ে বিতর্কের জেরে বদল করা হয়েছে ক্যালেন্ডারও। ক্যালেন্ডারে দলের প্রথম সরির দুই নেতার ছবি নিয়েই বিতর্কের সূত্রপাত।

তৃণমূল সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)দফতর থেকে ২০২৫ সালের ক্যালেন্ডার বিলি করা হয়েছিল দলের সভাপতিদের মধ্যে। সেই ক্যালেন্ডারেই নিয়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ ক্যালেন্ডার মধ্যেখানেই দলের দুই নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপা রয়েছে। সমস্যা এই ছবি নিয়েই। কারণ ছবিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের যে ছবি ছাপা হয়েছে তার প্রায় দ্বিগুণ বড় ছবি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। যা নিয়ে সমালোচনচা তৈরি হয়েছে।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর জেলা সভাপতিদের কাছে পৌঁছে গিয়েছিল সেই ক্যালেন্ডার। ক্যালেন্ডারে লেখা ছিল 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃপ প্রচারিত'। যা নিয়ে আলোচনা শুরু হয়েছিল দলের অন্দরে।

সূত্রের পরই এরপরই একটি নতুন ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দফতর থেকে। নতুন বা দ্বিতীয় ক্যালেন্ডারে অভিষেক আর মমতার ছবি রয়েছে। কিন্তু নতুন ক্যালেন্ডারে অভিষেকের ছবি মমতার ছবির থেকে অনেকটাই ছোট।

তৃণমূল অন্দরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ স্তরে শিবির বিভাজন স্পষ্ট হচ্ছে। আর বিভাজন স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও ছোট্ট বিরতি নিয়ে, কখনও আবার পারফরম্যান্সের ভিত্তিতে রদবদলের কথা বলে। কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্য়ায় এই নিয়ে কোনও কথা বলেননি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Babri Masjid Foundation: বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে বেলডাঙায় জনস্রোত! সময় বাড়তেই উপচে পড়ছে ভিড়
শেষ পর্যন্ত সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন সোনালি খাতুন, প্রথমে ভর্তি করা হয় হাসপাতালে