ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে, ডেবরার ঘটনার নিন্দায় দেব

Published : May 25, 2024, 02:47 PM IST
ballia crime news  attempt to molest of five year old girl by minor boy arrested

সংক্ষিপ্ত

সিআরপিএফ জওয়ান জল চাওয়ার আছিলায়, বাড়িতে ঢুকেছিল। সেখানেই গৃহবধূর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মহিলা ডেবরার ১২৬ নম্বর বুথের বাসিন্দা 

হাওড়া, হুগলির পর এবার পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এক গৃহবধূর শ্লীলতাহানি করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। যা নিয়ে রীতিমত সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কথা ঘাটালের বিদায়ী সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।

স্থানীয় সূত্রের খবর, সিআরপিএফ জওয়ান জল চাওয়ার আছিলায়, বাড়িতে ঢুকেছিল। সেখানেই গৃহবধূর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মহিলা ডেবরার ১২৬ নম্বর বুথের বাসিন্দা। তিনি বাড়ির উঠানো ছিলেন। সেই সময়ই সিআরপিএফ জওয়ান তাঁর বাড়িতে ঢুকে জল চায়। তারপর মহিলার সঙ্গে জোরজবরদস্তি করেন। তিনি মহিলাকে অশ্লীলবাবে স্পর্শ করেন ওই সিআরপিএফ জওয়ান। মহিলার হাতও চেপে ধরে। তারপর মহিলা কোনও রকমে হাত ছাড়িয়ে ঘরের ভিতর ঢুকে যায়। পরিবারের সদস্যরা এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। তারাও এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব। তিনি বলেন, 'যে রক্ষক সেই ভক্ষক। এটা গুরুতর অপরাধ। নির্বাচন কমিশনেপর কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ। '

এর আগেই হাওড়ার উলুবেড়িয়াতেও মহিলা এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। মহিলাকে ভোরবেলাতেই কুপ্রস্তাব দেওয়া হয়। মহিলাকে জোর করে চুমুও খায় বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। তারপর হুগলির জাঙ্গিপাড়া মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে গৃহবধূকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবার জানিয়েছে, সেই সময় মহিলা ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছ সেই সময়ই মহিলার শ্লীলতাহানি হয়েছে। মহিলার চিৎকারে পরিবারের সদস্য আর প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছায়। মহিলাকে উদ্ধার করে। পাকড়াও করে আইটিবিপি জওয়ানকে। এই ঘটনার পরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে জওয়ানকে পাকড়াও করে গাছের সঙ্গে বেঁধে স্থানীয়রাও মারধর করে।

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়