২০১০ সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল! যারা চাকরি পেয়েছেন তাদের কী হবে? জানাল হাইকোর্ট

Published : May 25, 2024, 01:53 PM ISTUpdated : May 25, 2024, 01:54 PM IST
Calcutta High Court

সংক্ষিপ্ত

২০১০ সালের পর থেকে অর্থাৎ ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।

ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০১০ সালের পর থেকে অর্থাৎ ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে মোট ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে বলে জানা গিয়েছে। তবে এই রায়ের বিরোধিতা করেছে রাজ্য। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাবে রাজ্য তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে এই শংসাপত্র ব্যবহার করে যারা চাকরি পেয়েছেন তাদের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে হাইকোর্ট। তবে এই নথি ব্যবহার করে নতুন কোনও চাকরির জন্য আবেদন করা যাবে না।

ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে বলা হয়েছে। এই সার্টিফিকেট থাকলে কী হয়? যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারা কিছু কিছু ক্ষেত্রে জেনারেলেরও থেকেও বেশি সুবিধা পান। সরকারি চাকরির ক্ষেত্রে মোট ১৭ শতাংশ ওবিসি সংরক্ষণ রয়েছে পশ্চিমবঙ্গে। যাদের মধ্যে ১০% ক্যাটাগরি এ এবং ৭% ক্যাটাগরি বি-র।

সরকারি চাকরির ক্ষেত্রেও ওবিসি-রা বেশ কিছু সুযোগ সুবিধা পান। এ ছাড়াও মেয়েদের জন্যেও বিশেষ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় ওবিসি সার্টিফিকেট থাকলে। চাকরির পরীক্ষার বয়সের উর্ধ্বসীমাতেও বেশ কিছুটা ছাড় পাওয়া যায় ওবিসি সার্টিফিকেট থাকলে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ
Arjun Singh: খড়দহে BLO-র বাড়িতে হামলা, সরাসরি তৃণমূলকে দায়ী অর্জুন সিংয়ের