ভোটের ঘাটালে cool দেব বললেন 'ভালবাসায় জিতব', হিরণেকে ঘিরে বিক্ষোভে উত্তাল কেশপুর

সকাল থেকেই দফায় দফায় আশান্তি কেশপুরে। বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা

 

Saborni Mitra | Published : May 25, 2024 7:22 AM IST

দুই অভিনেতার লড়াইয়ে উত্তপ্ত ঘাটাল লোকসভা কেন্দ্র। একদিকে বিজেপির প্রার্থী হিরণ। অন্যদিকে তৃণমূলের দেব তথা বিদায়ী বিধায়ক। ষষ্ঠ দফা ভোটে অশান্তির অভিযোগ তুলে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে ছুটে বেড়ালেন হিরণ। অন্যদিকে জয়ের ব্যাপারে রীতিমত আত্মবিশ্বাসী দেব।

কেশপুর মানেই ভোট সন্ত্রাস। এবারও তার ব্যাতিক্রম হল না। সকাল থেকেই দফায় দফায় আশান্তি কেশপুরে। বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। হিরণের গাড়ির চাকার সামনে শুয়ে পড়ে। র্সাতায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিজেপির প্রার্থীর সামনেই চোর চোর স্লোগান দেওয়া হয়। তবে লাগাতার বিক্ষোভের মুখে পড়ে রাজ্যে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সরব হয়েছেন হিরণ। যাইহোক কেশপুরের তৃণমূল কংগ্রেসের অভিযোগ গতকাল রাত থেকেই এলাকায় আশান্তি করছে বিজেপি। পাল্টা হিরণের বক্তব্য ছিল এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ হয়নি। হিরণ বলেন, বিজেপি কর্মীরা এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু পুলিশ সহযোগিতা করছে না।

Latest Videos

প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াইয়ের চোরা স্রোত ভোটের বিষ্ণুপুর, সৌমিত্রকে 'বাইরের পাগল' বললেন সুজাতা

অন্যদিকে ভোটের দিনে রীতিমত কুল তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব। তিনি সংবাদ মাধ্য়মের মুখোমুখি হয়ে বলেন, 'ভোটে জেতার জন্য ওরা সমস্ত কিছু ব্যবহার করে ফেলেছে। এবার ওদের সামনে একটাই পথ রয়েছে, সেটা হল সন্ত্রাস। ঘাটালে সবাই জানে কে জিতবে। ঘাটালের মানুষ তা জানেন। মানুষের ভালবাসাতেই জিতব। তাই এগুলি করে কোনও লাভ হবে না। ' দেব এদিন বিজেপির বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, পিংলা, ময়না,সবং -এ গতকাল রাত থেকেই প্রচুর বহিরাগত ঘুকেছে। তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন বলেও দাবি করেন।

Tamluk: এজেন্ট নিয়ে জেরবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো-ব্যাক স্লোগান, দেবাংশু বিস্ফোরক প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'অভিশাপে এরা গলে গলে মরবে' শুভেন্দুর আগুন ঝরানো ভাষণ | RG Kar Protest
'পুজো হবে, উৎসব নয়' মমতাকে হুঁশিয়ারি দিয়ে আর যা বলে দিলেন দেবশ্রী | Debasree Chaudhuri | RG Kar News
'এদের তো গ্রেফতার করা উচিৎ সরিয়ে কী হবে?' রাজ্যের পুলিশের রদবদল নিয়ে প্রশ্ন সুকান্তর | R G Kar Case
'এবার ওকে উপড়ে ফেলবো! ১৯ তারিখ বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর ফাইল খুলবো' চরম পদক্ষেপ Suvendu Adhikari-র
বিয়ে পাগলা বর! ২ বউ থাকতে তৃতীয় বিয়ে! ফুলশয্যার রাতে ধরা পড়ল বৌ সমেত বর | Maynaguri News Today