"৪ জুন মিলিয়ে নেবেন" গণনার আগেই তৃণমূলের জেতা আসন সংখ্যা বলে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published : May 29, 2024, 08:49 AM ISTUpdated : May 29, 2024, 08:58 AM IST
Abhisekh Banerjee 2

সংক্ষিপ্ত

লোকসভায় ক'টা আসন জিতবে বিজেপি? জোর গলায় দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপি বাংলায় ব্য়াপক ফল করবে এমনই দাবি করেছেন মোদী। এদিকে বাংলায় ঠিক কতগুলি আসন তৃণমূল দখল করবে জোর গলায় সেই দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রথম ৬ দফার ভোটে ৩৩ আসনের মধ্যে তৃণমূল কটি আসন পাবেন তা জানিয়েছেন অভিষেক।

এদিন প্রচার সভার শেষে অভিষেক বলেন, " আমার সাংবাদিক বন্ধুরা আমাকে বহুবার জিজ্ঞাসা করেছেন যে এই বছর কটি আসন জিততে পারে তৃণমূল? আমি বলেছিলাম সঠিক সময় এলে বলব।"

তৃণমূল কটা আসন জিততে পারে এই প্রসঙ্গে অভিষেক জানান, " এখনও পর্যন্ত ৬ টা আসনে ভোট হয়ে গিয়েছে । মোট ৩৩টি আসনের ভোট হয়েছে । তার মধ্যে ২৩টি আসনই তৃণমূল পাবে, এখনও ৯টি আসনের ভোট বাকি রয়েছে। ৪ জুন এই দাবি মিলিয়ে নেবেন।"

জোর কদমে চলছে ভোটের লড়াই। অন্যদিকে বিজোপির বহু প্রার্থীই দাবি করেছেন যে এই বছর ২৫ এর উপরে সিট পাবে বিজেপি। এবার পরিসংখ্যান কী দাঁড়ায় তা দেখার?

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ