বাগনান শ্যুটআউটকাণ্ডে গ্রেফতার ইউটিউবারের স্বামী, দাম্পত্যকলহের জেরেই খুন কিনা উত্তর খুঁজছে পুলিশ

Published : Dec 29, 2022, 10:07 AM IST
crime news

সংক্ষিপ্ত

ভিনারাজ্যের ইউটিউবার খুনের কিনারা করতে চলেছে বাগনান থানার পুলিশ। জেলার অসঙ্গতির কারণে খুন ইউটিউবারের স্বামী। গাড়ির মধ্যেই খুন

বাগনান শ্যুটআইটকাণ্ডে হাওড়া জেলা পুলিশ গ্রেফতার করে মৃতার স্বামী প্রকাশ কুমারকে। বুধবার সকালেই হাওড়ার বাগনানে মুম্বই রোডে গাড়ি থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে খুন খুন ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী অরফে ইশা আলিয়া। তিনি একজন জনপ্রিয় ইউটিউবারও ছিলেন। তাঁর স্বামী ঝাড়খণ্ড ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। প্রকাশ কুমার একজন চলচ্চিত্র প্রযোজক। স্বামী-স্ত্রীর মধ্যে পেশাগত সমস্যা ছিল। তবে সেই সমস্যার কারমেই স্বামী স্ত্রীকে খুন করল? তারই উত্তর খুঁজছে পুলিশ। পুলিশ সূত্রের খবর মৃতার স্বামীরে জিজ্ঞাসাবাদের সময় বসানে প্রচুর অসঙ্গতি ছিল। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে প্রকাশ কুমারকে।

বুধবার মুম্বই রোডে গাড়ি থামিকে গুলি করে খুন করা হয় ইউটিউডাবর রিয়া কুমারীরে। সেই সময় সঙ্গে ছিল তাঁর শিশুকন্যা। গুলি লাগে অভিনেত্রীর ডান কানে। তদন্তে নামে রাজ্য পুলিশ। প্রকাশ কুমারের বয়ান অনুযায়ী রিয়ার পার্স চুরি করার জন্যই দুষ্কৃতীরা গুলি চালিয়েছিল। তাতেই রিয়ার মৃত্যুর হয়। কিন্তু যেসব জায়গায় পুলিশের খটকা লাগে সেগুলি হল-

হালফিলে মুম্বই রোড যথেষ্ট নিরাপদ। এই রাস্তায় শুধুমাত্র পার্স চুরির জন্য গাড়ি থামান হয়েছে - এখন ঘটনার সঙ্গে পরিচিত নয় তদন্তকারীরা।

গুলি লাগে রিয়ার ডান কানে। কিন্তু স্বামীর বয়ান অনুযায়ী গাড়িতে ছিলেন রিয়া। আর প্রত্যক্ষদর্শীদের বসান অনুযায়ী গাড়ি কাচ ছিল বন্ধ। গুলি বাইরের দিক থেকে চললে গাড়ির কাচ কি করে অক্ষত থাকল- এই প্রশ্নের উত্তর দিতে পারেনি মৃতার স্বামী। আর দ্বিতীয় - গাড়ির বাইরে থেকে গুলি চালাল তা কখনই রিয়ার ডান কানে লাগতে পারে না।

পুলিশ সূত্রের খবর মুম্বই রোডে এভাবে গাড়ি দাঁড় করিয়ে গুলি চালান ঘটনাও নরিজবিহীন। তাই প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল প্রকাশ কুমার।

রিয়ার পরিবারের সদস্যরা দাম্পত্য কহল নিয়ে  বাগনান থানার পুলিশের কাছে রিপোর্ট করে। রিয়ার পরিবারের সদস্যরা বাগনান থানাতেই প্রশা কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ ছিল রিয়ার ওপর প্রকাশ কুমার মানসিক ও শারীরিক অত্যাচার করত। রিয়ার পরিবারের এই অভিযোগ পুলিশের মুশকিল আসান করে দেয়। এই অভিযোগ দায়েরের পরেই পুলিশ প্রকাশ কুমারকে গ্রেফতার করে। প্রকাশ কুমারকে আরও জেরা করে রহস্যের সমাধান করতে চাইছে পুলিশ। প্রয়োজনে তদন্তের জন্য জেলা পুলিশ ঝাড়খণ্ডেও যেতে পারে বলে পুলিশ সূত্রের খবর।

আরও পড়ুনঃ

আবার বিভ্রাট ইলন মাস্কের টুইটারে, বৃহস্পতিবার সকালেই ব্যবাহরকারীরা 'ভুল বার্তা' পাচ্ছেন

ভগবান শিবের কাছে প্রার্থনা করছেন, প্রধানমন্ত্রী মোদীর মায়ের আরোগ্য কামনায় টুইট বার্তা শুভেন্দু অধিকারীর

কলকাতার বিমানে যাত্রীদের মধ্যে হাতাহাতি-মারামারি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও

PREV
click me!

Recommended Stories

জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিতর্কে তৃণমূলের আদিবাসী সেলের চেয়ারম্যান
Suvendu Adhikari: ‘বিহারের পর বাংলাতেও শেষ হবে মহাজঙ্গলরাজ!’ সিঙ্গুরে মোদীর মেগা সভায় বিস্ফোরক শুভেন্দু