বাংলার গর্ব এটি! সারা দেশে সবচেয়ে ব্যস্ত রেলস্টেশনের নাম জানেন? রয়েছে হাতের সামনে

Published : Sep 26, 2025, 11:19 PM IST
howrah station

সংক্ষিপ্ত

সবচেয়ে বড় রেল স্টেশন যে হাওড়া, তা অনেকেই জানেন। আসলে এটিই দেশের সবটেয়ে বড় রেল স্টেশন। এটিকে দেশের ব্যস্ততম রেলস্টেশনও বলা হয়।

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হল আমাদের দেশের রেল নেটওয়ার্ক। আমেরিকা, চিন ও রাশিয়ার পরই স্থান ভারতের। সোজা কথায় বললে ভারতীয় রেল, ভারতের লাইফলাইন। কারণ, ভারতে ট্রেনের টিকিটের মূল্য সবচেয়ে কম। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নিয়ে ছুটে চলে হাজার হাজার ট্রেন। এ ছাড়াও চলে কয়েক হাজার পণ্যবাহী ট্রেনও। কিন্তু জানেন কি আমাদের দেশের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশনও কোনটি?

মুম্বইয়ের সবচেয়ে বড় স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে প্রায় ১ হাজার ৯৬০ কিলোমিটার দূরের হাওড়া জংশনই দেশের ব্যস্ততম রেল স্টেশন। যেখানে প্রতিদিন হাজারে হাজারে যাত্রী ট্রেন ধরার উদ্দেশে পাড়ি দেন। রাজ্যের সবচেয়ে বড় রেল স্টেশন যে হাওড়া, তা অনেকেই জানেন।

আসলে এটিই দেশের সবচেয়ে বড় রেল স্টেশন। এটিকে দেশের ব্যস্ততম রেলস্টেশনও বলা হয়। যদিও সেই তালিকায় সর্বাগ্রে নাম আসে শিয়ালদারও। কিন্তু শুধুমাত্র বড় রেল স্টেশনের হিসেব করলে অনেক এগিয়ে রয়েছে হাওড়া জংশন। এই স্টেশনে ২৩টি প্ল্যাটফর্ম রয়েছে। বিশেষ বিষয় হল এই স্টেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্ল্যাটফর্ম পার হওয়ার জন্য যাত্রীদের ব্রিজ দিয়ে যেতে হয় না।

হাওড়া রেল স্টেশনের মাধ্যমে বিভিন্ন এলাকার ট্রেন চলাচল করে। এখানে ২৬ টি ট্র্যাক অর্থাৎ রেললাইন স্থাপন করা হয়েছে। হাওড়া স্টেশন থেকে যেমন এক্সপ্রেস ট্রেন চলে, তেমনই লোকাল ট্রেনও চলে প্রচুর পরিমাণে। রাজধানী, শতাব্দী, বন্দে ভারতের মতো প্রিমিয়াম মানের ট্রেন এই হাওড়া স্টেশন থেকে ছাড়ে।

ভারতে ৭ হাজারেরও বেশি ছোট- বড় স্টেশন রয়েছে। প্রতিদিন ১৩ হাজারেরও বেশি ট্রেন এই স্টেশনগুলি দিয়ে যায়। হাওড়ার পরে যে রেল স্টেশনে সর্বোচ্চ সংখ্যক প্ল্যাটফর্ম রয়েছে, সেটিও কিন্তু এই বাংলাতেই। তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে শিয়ালদা স্টেশন। এখানে ২০ টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটিকে ব্যস্ততম রেল স্টেশনও বলা হয়। এই স্টেশনটি ১০০ বছরের পুরনো স্টেশন। সময়ে সময়ে শিয়ালদা স্টেশনে অনেক বদল এসেছে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: CDF আসিম মুনিরের হাতেই পাকিস্তানের পরমাণু শক্তির চাবি, সবথেকে শক্তিশালী ব্যক্তি তিনি
রাজ্যজুড়ে আরও বাড়বে শীতের আমেজ, উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? রইল আবহাওয়ার বিরাট আপডেট