স্টেশন চত্বরে অপরাধ দমনে কড়া পদক্ষেপ রেলের, ফেসিয়াল রিকগনাইজেশনের মাধ্যমে বার্তা যাবে পুলিশের কাছে

Published : Sep 26, 2025, 02:46 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Indian Railway News: অপরাধ দমনে নিরাপত্তায় আরও জোর রেলের। এবার স্টেশনে বসছে ফেসিয়াল রিকগনাইজেশন সফটওয়্যার। অপরাধী ধরতে নয়া পদক্ষেপ। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Indian Railway News: অপরাধদমনে এবার নয়া প্রযুক্তি ব্যবহার রেলের। ফেসিয়াল রিকগনাইজেশন সফটওয়্যার বা এফ আর এস। অর্থাৎ মুখমণ্ডল চিহ্নিতকরণ। রেলের খাতায় অপরাধী। অর্থাৎ এর আগে যারা কখনও কোনও অপরাধে আরপিএফএর কাছে গ্রেফতার হয়েছে। তারা যখন স্টেশন চত্বরে প্রবেশ করবে তখন তাদের মুখমন্ডল সিসিটিভিতে দেখা যেতেই আরপিএফ এর কন্ট্রোলরুমে বার্তা চলে যাবে। 

জানা গিয়েছে, আরপিএফ তার উপর নজর রাখবে এবং জিজ্ঞাসাবাদ করবে। অর্থাৎ সে যাতে পুনরায় কোনও  ভাবে অপরাধ না সংঘটিত করতে পারে। এই প্রযুক্তির ব্যবহারে রেলে নিরাপত্তা সুনিশ্চিত হবে বলে আশা করছেন আধিকারিকরা।

অপরাধ দমনে বড় পদক্ষেপ রেলের:-

বৃহস্পতিবার মালদহ ডিভিশনে আরপিএফ আধিকারিকদের নিয়ে ১ সেমিনারে অংশগ্রহণ করতে এসে সংবাদ মাধ্যমকে এমনই কথা জানান পূর্ব রেলের আরপিএফ আইজি তথা প্রিন্সিপাল চি প সিকিউরিটি কমিশনার অমিও নন্দন সিনহা। সঙ্গে ছিলেন মালদহ রেল ডিভিশনের ডিভিশনাল আরপিএফ কমান্ডেন্ট একে কুল্লুl। 

অন্যদিকে, আজ চতুর্থী। সকলেরই পুজোর প্রস্তুতি তুঙ্গে। কেউ কেউ আবার শুরু করে দিয়েছে পুজোর পরিক্রমা। তেমনই আবার অনেকে এখনও ভেবে যাচ্ছেন কীভাবে যাবেন ঠাকুর দেখতে। সুখবর রইল তাদের জন্য। এবার পুজো সফর হোক ট্রেনে চড়ে, শিয়ালদহ উত্তর-দক্ষিণ শাখায় রাতভর চলবে ট্রেন, বিশেষ ঘোষণা রেলের।

বৃহস্পতিবার এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত রাতভর মোট ৩১টি বাড়তি ট্রেন চলবে। এর মধ্যে শিয়ালদহ উত্তর শাখায় চলবে ১৯টি ও দক্ষিণ শাখায় ১২টি।

পুজোর ভিড় সামলাতে নয়া উদ্যোগ নিল রেল। পঞ্চমী থেকেই বাড়তি আরপিএফ নামছে হাওড়া ও শিয়ালদহ-তে। এরই সঙ্গে চলবে একগুচ্ছ বাড়তি ট্রেন। জেনে নিন বিস্তারিত।

শিয়ালদহ উত্তর শাখায় রানাঘাট-শিয়ালদহ রুটে বাড়তি ৬টি ট্রেন চলবে। এর মধ্যে ২টি শিয়ালদহ-রানাঘাট, ২টি নৈহাটি-রানাঘাট ও ২টি শিয়ালদহ-নৈহাটি লোকাল। ট্রেনগুলো চলবে রাত ৯.৪০ থেকে ভোর ৩.১০ পর্যন্ত। তেমনই শিয়ালদহ-কল্যাণী শাখায় বাড়তি ৪ ট্রেন চলবে রাত ৯.১০ থেকে রাত ২.৫৫ পর্যন্ত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?