২৩ থেকে ২৬ টানা চারদিন বাতিল থাকবে ট্রেন পরিষেবা! দুর্ভোগ নিত্যযাত্রীদের

Published : Jan 23, 2025, 10:57 AM ISTUpdated : Jan 23, 2025, 11:22 AM IST

আগামী চারদিন হাওড়া-ব্যাণ্ডেল শাখায় ব্যাঘাত ঘটবে রেল পরিষেবায়। একগুচ্ছ ট্রেন বাতিল থাকায় নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়বে। হাওড়া-ব্যাণ্ডেল রুটের প্রায় ৩০টি ট্রেন বাতিলের খবর।

PREV
110

কম সময়ে দীর্ঘ পথ, খরচও কম। তাই মধ্যবিত্তের যাতায়াতের অন্যতম বিকল্প হল ট্রেন। সারা বিশ্বের মধ্যে ভারতীয় রেল চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। 

210

তাই জনসাধারণের অফিস হোক বা ভ্রমণ একমাত্র ভরসা এই রেলপথ। রেল সবচেয়ে বড় যাতায়াতের সমস্যা মেটায় নিত্য অফিসযাত্রীদের।এদের সবচেয়ে ট্রেনের বেশি প্রয়োজন।কিন্তু সবচেয়ে বড় থবর হল আগামী চারদিন ব্যাঘাত ঘটবে রেল পরিষেবায়।

310

কারণ বাতিল থাকবে একগুচ্ছে ট্রেন, যার জেরে চরম চরম ভোগান্তির মুখে পড়তে হবে নিত্য যাত্রীদের। 

410

টানা চারদিন হাওড়া- ব্যাণ্ডেল শাখার একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে বলে জানা গিয়েছে। ফলে নাজেহাল হতে হবে সাধারণ যাত্রীদের।

510

জানা গিয়েছে হাওড়া থেকে ব্যাণ্ডেল যাওয়ার প্রায় ৩০ টি ট্রেন বাতিল করা হয়েছে।

610

হাওড়া টু শ্রীরামপুরের চারটি ট্রেন বাতিল করা হয়েছে, শ্যাওড়াফুলি থেকে হাওড়া আসার ২২ টি ট্রেন বাতিল এবং হাওড়া থেকে বেলুড় যাওয়ার ৪ টি ট্রেন বাতিল করা হয়েছে।

710

একইসঙ্গে বাতিল করা হয়্ছে ব্যাণ্ডেল থেকে হাওড়া যাওয়ার মাতৃভূমি লোকালও।

810

এই ট্রেন বাতিলের কারণ হিসেবে জানা গিয়েছে হাওড়ার চাঁদমারি ব্রিজ ও সালকিয়ার বেনারস ব্রিজ মেরামতির কাজ হবে।

910

এছাড়া বাড়ানো হবে সিগনাল পয়েন্টও। যার জেরে বাতিল থাকবে একাধিক ট্রেন।

1010

আসলে রেলযাত্রীদের সুবিধার জন্যই এই চারদিনে একাধিক ট্রেন বাতিলের কাজ শুরু হচ্ছে।

click me!

Recommended Stories