আজ হাওড়ায় বিক্ষিপ্ত অশান্তি, কাল সন্ধ্যাবাজারে অশান্তির ঘটনায় গ্রেফতার ৩৬

বৃহস্পতিবার রাম নবমীর মিছিলে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ৩৬। ধৃতদের হাওড়া আদালতে পেশ। শুক্রবারও বিক্ষিপ্ত অশান্তি ।

 

Web Desk - ANB | Published : Mar 31, 2023 12:08 PM IST

বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হাওড়ার সন্ধ্যা বাজার এলাকাতে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল, সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ। শিবপুর, হাওড়া, বি গার্ডেন সহ শহরের বিভিন্ন থানা থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের আজ হাওড়া আদালতে বিচারকের সামনে পেশ করা হবে। কালকের ঘটনার পর আজ সকাল থেকেই থমথমে। পুলিশ টহলদারি দিচ্ছে গোটা এলাকায়। তবে এদিনও বেশ কয়েকটি জায়গায় অশান্তি হয়েছে।

যদিও কোনও জায়গায় জমায়েত করতে দিচ্ছে না। এদিন পঞ্চাননতলার বিজেপির অফিসে শুভেন্দু অধিকারী দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। এরপর সেখান থেকে হাওড়া হাসপাতালে বৃহস্পতিবারের ঘটনায় আহত দলীয় কর্মীদের দেখতে যাবেন। সেখান থেমে হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠির সঙ্গে দেখা করবেন বলেই বিজেপি সূত্রে খবর। যদিও এই ঘটনায় বিজেপির কর্মীদের গ্রেফতার করছে বলেই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ও প্রশাসন এমনটাই দাবি বিজেপির পক্ষ থেকে।

Latest Videos

উল্লেখ্য গত বছরের রামনবমীর ঘটনার পুনরাবৃত্তি ঘটে এই বছরেও। বৃহস্পতিবার সন্ধ্যাতে হাওড়ার সন্ধ্যা বাজার কাছে অঞ্জনী পুত্র সেনার রামনবমীর মিছিলে ফের বোমাবাজির অভিযোগ ওঠে। আরও অভিযোগ সন্ধ্যাবাজারের কাছে মিছিল পৌঁছলে মিছিলের উপরে বিয়ারের বোতল ও কাঁচের বোতল ছোঁড়া হয়। পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ। ঘটনাতে ১০-১৫ জন কর্মী আহত হয়েছে বলেই সূত্রের খবর। আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা  নেয় গোটা এলাকা। বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে অঞ্জনী পুত্র সেনারা। তাঁদের উপরে পুলিশ লাঠি চার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ফাটায় বলেও অভিযোগ করে মিছিলের সংগঠকরা। তাঁদের অভিযোগ যারা শান্তিপূর্ণ মিছিলের উপরে হামলা চালালো তাঁদের উপরে পুলিশ ব্যবস্থা নেয় নি। গত বছরের মতো এই বছরেও হাওড়ার শিবপুরে আবার  রামনবমী শোভাযাত্রার উপর আক্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। হয় অনেক লোকে মাথা ফেটেছে পুরো রামনবমী শোভাযাত্রা ছিন্ন ভিন্ন হয়ে যায়।

গত বছরেও অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে এই সন্ধ্যা বাজার এলাকা থেকেই ইঁট ও  কাঁচের বোতল ছোড়ার ঘটনা ঘটেছিলো। যা নিয়ে পরবর্তীকালে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। এবারের ঘটনা ফের রাজ্য রাজনীতিকে তোলপাড় করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ

প্রধানমন্ত্রী মোদীর শিক্ষাগত যোগ্যতা কী? কেজরিওয়ালকে ২৫ হাজার টাকার জরিমান গুজরাট হাইকোর্টের

বিজেপি পরিকল্পনা করে হাওড়ায় দাঙ্গা পরিস্থিতি তৈরি করেছে, 'নাটেরগুরু ' বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মমতার

'পুলিশ অনুমোদিত রুট দিয়েই মিছিল গিয়েছিল', মমতার অভিযোগের পাল্টা দিলেন বিজেপির অমিত মালব্য ও ভিএইচপি নেতা

 

Share this article
click me!

Latest Videos

মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
মহিলাদের নিরাপত্তায় বড় উদ্যোগ! ফ্রী ক্যারাটে প্রশিক্ষণ শিবির রাজ্যজুড়ে! | RG Kar