Higher Secondary Result: মে মাসের শুরুতেই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, দিন ঘোষণা পর্ষদের

Published : Apr 28, 2025, 06:42 PM ISTUpdated : Apr 28, 2025, 08:31 PM IST
CBSE Borad Result 2025 date

সংক্ষিপ্ত

HS Exam Result: ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। দুপুর ২টো থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ফল দেখা যাবে। ৮ মে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে।

HS Exam Result: প্রকাশ্যে এল ফল (Result) ঘোষণার দিন। ৭ মে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Result) ফল প্রকাশ। সোমবার বিকেলে দানিয়ে দিল উচ্চ মাধ্যমিক (Higher Secondary Result) শিক্ষা সংসদ। ৭ মে বেলা সাড়ে ১২টায় ফল ঘোষণা হবে উচ্চ মাধ্যমিকের। সংসদের অফিস বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন (Press Conference) করে ফল প্রকাশ করা হবে জানানো হয়েছে। এরপর দুপুর ২টো থেকে নির্দিষ্ট ওয়েব সাইটে (Web Site) ফল দেখতে পারবেন। মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে ৮ মে।

রেজাল্ট দেখতে পাবেন অনলাইন। https://resuh.wb.gov.in এ ক্লিক করলে দেখতে পাবেন রেজাল্ট (Higher Secondary Result)। তেমনই রেজাল্ট দেখা যাবে www.results.shiksha এবং http://www.results.shiksha/ এ ক্লিক করলে দেখা যাবে রেজাল্ট।

এদিন নির্দিষ্ট সময় পর থেকে ওয়েব সাইটে রেজাল্ট (Result) দেখা যাবে। তেমনই চলতি বছর ৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Result)। ১৮ মার্চ পরীক্ষা শেষ হয়। এবার মে মাসে বের হবে রেজাল্ট। প্রায় দেড় মাসের মাথায় রেজাল্ট বের হতে চলেছে। এবছর উচ্চ মাধ্যমিকের ছাত্রের তুলনায় ছাত্রীর (Students) সংখ্যা বেশি ছিল। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে। গত বছর যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার। এবার তা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯ হাজার। রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসেনি ৫৫ হাজার পড়ুয়া।

তেমনই এবছর টুকলি রুখতে বিশেষ পদক্ষেপ নিল শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে কোনওরকম মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখে। এই টুকি রুখতে এবছর মেটাল ডিটেক্টরের ব্যবস্থায় ছিল।

এর আগে মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট বের হবে। মাধ্যমিকের রেজাল্ট বের হবে ২ মে। সেদিন সকাল ৯টায় মাধ্যমিকের ফল প্রকাশ সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করবে মধ্যশিক্ষা পর্ষদ। এরপর ৯টা ৪৫ থেকে পর্ষদের ওয়েবসাইট ও অ্যাপে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। সকাল ১০টা থেকে বিভিন্ন স্কুল মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

 

 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ