H.S result: উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের আগেই রিভিউ ও স্ক্রুটিনির দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৭ মে ফল প্রকাশের পর ৮ মে থেকে ১১ মে পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়াও, আরটিআই-এর মাধ্যমে খাতা চ্যালেঞ্জের নিয়মেও বদল আনা হয়েছে।
আর কটা ঘন্টার অপেক্ষা। তারপরই প্রকাশ পাবে উচ্চ মাধ্যমিকের ফল (H.S result)। ইতিমধ্যে শিক্ষা সংসদ ঘোষণা করে দিয়েছে দিনক্ষণ।
212
আগামীকাল অর্থাৎ ৭ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকে (H.S result) ফলাফল। তবে, ফলপ্রকাশের আগেই রিভিউ স্ক্রুটিনর (Scrutiny and Review) দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
312
মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক, স্বাভাবিকভাবে স্ক্রুটিনি ও রিভিউ-র (Scrutiny and Review) দিনক্ষণ ঘোষণা হয় ফলফল ঘোষণার পরে। এবার হল তার অন্যথা।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, তৎকাল স্ক্রুটিনি ও রিভিউর জন্য আগামী ৮ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
512
তৎকাল ছাড়া আবেদন গ্রহণ করা হবে আগামী ২২ মে পর্যন্ত। আর আবেদন গ্রহণ করা হবে সম্পূর্ণ অনলাইন (Online) মোডে।
612
তেমনই আরটিআই নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। প্রতিবছর ফল প্রকাশের পর বহু পরীক্ষার্থী তাতে সন্তুষ্ট হন না। তারা তথ্যের অধিকার আইন বা RIT মারফৎ খাতা চ্যালেঞ্জ করে।
712
তথ্যের অধিকার আইন বা RIT মারফৎ খাতা চ্যালেঞ্জ করে অনেক সময় ৫ থেকে ১৫ নম্বর পর্যন্ত বাড়তে দেখা গিয়েছে।
812
এবার থেকে পর ফল প্রকাশের পর যে সমস্ত পড়ুয়ারা পিপিএস ও পিপিআর -র আবেদন জানাবেন, তারা তথ্যের অধিকার আইন বা RIT মারফৎ খাতা চ্যালেঞ্জ করতে পারবেন না।
912
তেমনই এবার থেকে রিভিউ ও স্ক্রুটিনির (Scrutiny and Review) জন্য ধার্য করা টাকার পরিমাণ বৃদ্ধি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
1012
এদিকে আগামীকাল অর্থাৎ ৭ মে প্রকাশ পাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। wbchse.wb.gov.in এবং wbreults.nic.in সাইটে ফল দেখতে পারেন।
1112
এই ওয়েবসাইটে গিয়ে Higher Secondary Results 2025 লিঙ্কে ক্লিক করুন। রোল নম্বর, জন্ম তারিখ লিখে সাবমিট করুন।