বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?

Published : Dec 10, 2025, 05:24 PM IST

এখন রাজ্য রাজনীতির অন্দরে একটাই নাম। হুমায়ুন কবীর। দল থেকে সাসপেন্ড, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। আর এবার নতুন দল গঠনের ঘোষণা। একের পর এক কীর্তিতে তিনি চর্চায়। তবে জানেন কি জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের? রইল সেই খতিয়ান।

PREV
110

বিধানসভা নির্বাচনের আগে বারবার শিরোনামে উঠে আসছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ২০২১ সালে মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন তিনি। আগামী নির্বাচনে তিনি কোন পথে হাঁটবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। এই আবহেই সামনে এসেছে তাঁর আয় ও সম্পত্তির বিস্তারিত হিসেব।

210

হুমায়ুন কবীরের আয়

নির্বাচন কমিশনে ২০২১ সালে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে হুমায়ুন কবীরের আয় ছিল ২ লক্ষ ৬৯ হাজার ২৪০ টাকা। ২০১৬-১৭ তে আয় বেড়ে হয় ৪ লক্ষ ২ হাজার ৫৭০ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে আয় দাঁড়ায় ৪ লক্ষ ২১ হাজার ৭০ টাকা। ২০১৮-১৯ সালে তাঁর আয় ছিল ৩ লক্ষ ২০ হাজার ৭৩০ টাকা। আর ২০১৯-২০২০ অর্থবর্ষে, অর্থাৎ বিধানসভা ভোটের ঠিক আগে বছরে তাঁর আয় ছিল ৩ লক্ষ ৮৭ হাজার ৬৬০ টাকা।

310

স্ত্রী ও ছেলের আয়

তথ্য বলছে, হুমায়ুনের স্ত্রী মীরা সুলতানার আয়ও লক্ষাধিক। ২০১৫-১৬ সালে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৯৯ হাজার ৩৬০ টাকা। ২০১৬-১৭ তে ৪ লক্ষ ৫৭ হাজার ৮৭০ টাকা। ২০১৭-১৮ তে আয় ৪ লক্ষ ৬৮ হাজার ২১৯ টাকা। ২০১৮-১৯ সালে ৩ লক্ষ ২১ হাজার ১৮০ টাকা।এবং ২০১৯-২০ সালে ৩ লক্ষ ৮৮ হাজার ৬৫৪ টাকা।

410

হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদ বর্তমানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তাঁর বার্ষিক আয় গড়ে প্রায় ৩ লক্ষ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩ লক্ষ ৪৯ হাজার ৪০ টাকা।

510

অস্থাবর সম্পত্তির খতিয়ান

২০২১ সালের হলফনামা অনুযায়ী, হুমায়ুন কবীরের কাছে নগদ ছিল ১ লক্ষ ৭৫ হাজার টাকা। তাঁর স্ত্রীর কাছে ছিল ২৫ হাজার টাকা। হুমায়ুনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ২৮ হাজার টাকা। অন্য অ্যাকাউন্টগুলিতে ছিল যথাক্রমে ৩ হাজার ৮৭০ টাকা, ৮১২ টাকা ও ৭ হাজার ৫৪৩ টাকা। পেনশন অ্যাকাউন্টে জমা ছিল ১ হাজার ৭২৬ টাকা। স্ত্রী মীরা সুলতানার দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ২ লক্ষ ৮৬ হাজার টাকা ও ৪৪ হাজার টাকা।

610

হুমায়ুন কবীরের নামে ছিল ৪ লক্ষ ৬৩ হাজার টাকার একটি জীবনবিমা। এছাড়া ১ লক্ষ ৯৯ হাজার টাকার আর একটি বিমা রয়েছে। ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার আরও দুটি বিমার উল্লেখ আছে হলফনামায়। ৫০ হাজার টাকার করে তিনটি এলআইসি রয়েছে তাঁর নামে। এছাড়া ৪ লক্ষ ৪৬ হাজার টাকার একটি ঋণ নেওয়ার কথাও নথিতে রয়েছে।

710

গাড়ি ও সোনা

এছাড়াও হুমায়ুন কবীরের নামে রয়েছে ৪ লক্ষ টাকার একটি টাটা সাফারি গাড়ি। তাঁর স্ত্রীর নামে রয়েছে একটি জেসিবি, যার মূল্য ৮ লক্ষ টাকা। হুমায়ুনের নামে রয়েছে ৩ লক্ষ ৯৫ হাজার টাকার অন্যান্য সম্পত্তি।

810

স্ত্রী মীরার নামে রয়েছে ১৯ লক্ষ ১৫ হাজার টাকার সোনা। ২০২১ সালের হিসেব অনুযায়ী, হুমায়ুন কবীরের মোট সম্পত্তির মূল্য ২৭ লক্ষ ১০ হাজার ৪৩০ টাকা। তাঁর স্ত্রীর মোট সম্পত্তির মূল্য ছিল ৩০ লক্ষ ৭০ হাজার টাকা।

910

হুমায়ুন কবীরের নামে রয়েছে মোট ১.৭ একর জমি। রেজিনগরে দুটি এবং বহরমপুরে একটি জমি রয়েছে তাঁর। একটি জমির মূল্য ৮ লক্ষ টাকা, অন্যটির ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং আর একটি জমির দাম ১ লক্ষ টাকা। এছাড়া কলকাতার রাজারহাট এবং কলিন স্ট্রিটে তাঁর দুটি ফ্ল্যাট রয়েছে। ২০২১ সালে এই দুই ফ্ল্যাটের আনুমানিক মূল্য ছিল প্রায় ৩৫ লক্ষ টাকা।

1010

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিধায়ক হওয়ার পাশাপাশি হুমায়ুন কবীর (Humayun Kabir) পেশায় ব্যবসায়ী। তাঁর ঠিকাদারি ব্যবসা রয়েছে এবং রাস্তা-ঘাট নির্মাণের কন্ট্রাক্টও পান তিনি। এলাকাতেও তাঁর নামে বেশ কিছু জমি রয়েছে বলে স্থানীয়দের দাবি।

Read more Photos on
click me!

Recommended Stories