চিকিৎসকদের মারধরের অভিযোগ! ইন্টার্নদের দ্বন্ধে উত্তপ্ত মালদহ মেডিকেল কলেজ, চিকিৎসককে শোকজ

Published : Aug 24, 2025, 01:49 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Malda News: ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্ধে প্রকাশ্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের কেলেঙ্কারি। উঠেছে বিস্ফোরক অভিযোগ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Malda News: ইন্টার্ন ডাক্তারদের একাংশের চাপের মুখে ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অবশেষে একজন অভিযুক্তকে ইন্টার্ন চিকিৎসককে শোকজ নোটিশ জারি করল কলেজ কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযোগ গুলির প্রাথমিক সত্যতা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আপাতত শনিবার মধ্যরাত থেকেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনকারী ইন্টার্ন চিকিৎসকরা তাদের অবস্থান বিক্ষোভ আপাতত তুলে নিয়েছে। তবে আগামী বুধবার ঘটনার পূর্ণাঙ্গ রায় চাইতে পুনরায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছে ।

সম্প্রতি ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল। ৪৮ ঘন্টা ধরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়ার চিকিৎসকদের একাংশের। অভিযোগ,বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয়। সে ঘটনায় তৃণমূল ঘনিষ্ট দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে মেডিক্যাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় দফায় দফায় মেডিক্যালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয়।

 শুক্রবার থেকে দফায় দফায় এই মর্মে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন চিকিৎসকদের একাংশ। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, অভিযুক্ত এই দুই ইন্টার্ন চিকিৎসক শাসক দল ঘনিষ্ঠ। তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা গ্রহণ করছে না। সেই সঙ্গে তারা এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে ওই দুই ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করতে হবে এই দাবিতে ঘেরাও করে রেখেছেন অধ্যক্ষ কে তারা বলে জানান।

যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। এই ঘটনাই অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক তার বিরুদ্ধে জানান তার বিরুদ্ধে অভিযোগ ওঠা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি কাউকে মারধর করেননি। বরঞ্চ সেই চিকিৎসকেই তার সঙ্গে খারাপ ব্যবহার করে। পাশাপাশি তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।  এই বিষয়ে তারাও মালদা মেডিকেল কলেজ প্রিন্সিপাল কে অভিযোগ করেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য