Weather Update: আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলি বৃষ্টিতে ভিজবে, তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি

বৃহস্পতিবার সকাল থেকেই তাপমাত্রার পারদ উর্ধ্বগামী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে অস্বস্তিকর অবহাওয়া। কি বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই পাঁচ জেলেয় মুষলধারে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

 

Saborni Mitra | Published : May 16, 2024 6:06 PM / Updated: May 16 2024, 06:13 PM IST
110
তাপমাত্রার পারদ চড়ছে

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একধিক জেলায় তাপমাত্রার পারদ চড়ছে। সঙ্গে সেই পুরনো গরম ধীরে ধীরে ফিরে আসছে। এদিন সকাল থেকেই ছিল অস্বস্তিকর গরম।

210
কলকাতার তাপমাত্রা

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। আগামী দিনগুলি তাপমাত্রার পারদ চড়বে। তবে এদিনের পর আগামিকাল ও পরশুদিন আকাশ থাকবে মেঘলা। তাপমাত্রাও থাকবে চড়া।

310
রবিবার থেকে কলকাতায় বৃষ্টি

রবিবার থেকে কলকাতা সহ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। রবিবার থেকে গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

410
তাপমাত্রা বাড়বে

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারবে।

510
বৃহস্পতিতে বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন পাঁচ জেলায় সন্ধ্যের মধ্যেই বৃষ্টি নামতে পাারে। এদিন বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়। আর উত্তরবঙ্গের পাঁচ জেলায়।

610
দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন বীরভূম, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে।

710
উত্তরবঙ্গে বৃষ্টি

এদিন উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস।

810
শনিতে বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়লেও সপ্তাহ শেষে স্বস্তির বার্তা দিয়েছে হাওয়া অফিস।

910
বৃষ্টির সঙ্গে ঝড়

এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সঙ্গের ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলেও পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস।

1010
তাপপ্রবাহের পরিস্থিতি

আলাপুর হাওয়া অফিস আবারও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। পশ্চিমের জেলাগুলি- বাঁকুড়া, পুরুলিয়া-সহ একাধিক জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রির আসেপাশে পৌঁছে যেতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos