
ইজরায়েল আর হামাসদের যুদ্ধের প্রভাব এবার পড়ল কলকাতায়। শনিবার কলকাতায় মুসলিম সংগঠন জামিয়ত উলেমা -ই -হিন্দ-এর সদস্যরা এই যুদ্ধের প্রতিবাদে পথে নামে। যুদ্ধে তারা সরাসরি প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর কথাও ঘোষণা করে। মিছিল থেকে স্লোগান উঠেছে, 'ফ্রি প্যালেস্টাইন' । যুদ্ধের অভিশাপ থেকে প্যালেস্টাইনের মুক্তির দাবি জানিয়েছে সরব হয়েছে সংগঠনের সদস্যরা।
৭ অক্টোবর আচমকাই ইজরায়েলে হামলা চালায় হামাসরা। এই হামলায় প্রায় লন্ডভন্ড হয়ে যায় ইজরায়েল। ইজরায়েলের দাবি হামাসের রকেট হামলায় প্রায় ১৩০০ জন ইজরায়েলী নাগরিকের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই সাধারণ মানুষ। অনেককে আটক করেছিল হামাসরা। এই হামলার বদলা নিতেই হামাসদের নির্মূল করার প্রতিজ্ঞা করেছে ইজরায়েল। তারপর থেকেই ইজরায়েলের সেনা বাহিনীর টার্গেট হামাসদের দখলে থাকা প্যালেস্টাইন। গাজা লক্ষ্য করে ক্রমাগত বিহান হামা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের হামলায় প্রায় বিপর্যস্ত ও ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজা। এখনও পর্যন্ত পাল্টা হামলায় ৬০০ শিশু ও ১৯০০ গাজাবাসী নিহত হয়েছে। এই হামলার প্রতিবাদেই এই রাজ্যের পথে নেমেছে জামিয়ত উলেমা -ই -হিন্দ।
শনিবার জমিয়তের একটি সংগঠনের সদস্য মৌলনা মাহমুদ মাদানি ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষের মধ্যস্থতা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন। প্যালেস্টাইন ভূখণ্ডে স্থায়ী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আর্জি জানিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে। পাশাপাশি প্যালেস্টাইনের সাধারণ মানুষদের জীবন রক্ষার অধিকারের পক্ষেও সওয়াল করেছেন। তিনি তাঁর প্রভাব কাজে লাগিয়ে প্যালেন্টাইনের পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন জানিয়েছেন মোদীর কাছে।
জামিয়েতের তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে, জমিতয় প্যালেস্টাইনের গণগণের পাশে রয়েছে। যারা ৭৫ বছ ধরে ইজরায়েলের নিপীড়ন ও হিংসা সহ্য করছে। আজ প্যালেস্টাইনের পরিস্থিতি ভয়াবহ। তারা নিজেদের দেশেই নিজেরা বন্দি জীবন কাটাচ্ছে। তাদের দেশের স্বাধীনতা ও সমজিদ আল আকসার সংরক্ষণের জন্য চেষ্টায় অটল বলেও জামান হয়েছে। তিনি আরও বলেছেন এই যুদ্ধের মূল কারণ হল ইজরায়েলের প্যালেন্টাইন দখলের চেষ্টা। যা দীর্ঘ দিন ধরেই চেষ্টা করছে ইজরায়েল।