পুজোর ছুটি ছাড়াও মিলছে এক মুঠো বাড়তি ছুটি! দারুণ উপহার দিল রাজ্য সরকার, কবে খুলছে স্কুল, কলেজ, অফিস?

পুজোর ছুটি ছাড়াও এক মুঠো বাড়তি ছুটির ঘোষণা! দারুণ উপহার দিল রাজ্য সরকার, কবে খুলছে স্কুল, কলেজ, অফিস? জেনে নিন

Anulekha Kar | Published : Oct 4, 2024 5:03 AM IST / Updated: Oct 04 2024, 04:00 PM IST
18
পুজোর ক'দিন বাদেও এতগুলো বাড়তি ছুটি!

পুজো চলেই এলো। পুজোর কথা মনে এলেই সবার আগে যেটার কথা মনে হয় তা হল ছুটি। এই বছর পুজোর ছুটি ছাড়াও অনেকগুলি বাড়তি ছুটি দিয়েছে রাজ্য।

28
পুজোর ক'দিন বাদেও এতগুলো বাড়তি ছুটি!

৩১ দিনের মধ্যে টানা ১৭ দিনই বন্ধ থাকবে অফিস কাছারি-স্কুল, কলেজ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে টানা ১ মাস। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলি খুলবে লক্ষ্মীর পুজোর পরে। অর্থাৎ টানা ১ মাস ছুটি পাচ্ছে খুদেরা।

38
পুজোর ক'দিন বাদেও এতগুলো বাড়তি ছুটি!

৭ অক্টোবর থেকেই পড়ে যাচ্ছে টানা একটা বড় ছুটি। ৭ অক্টোবর চতুর্থীর পড়েছে তাই ওই দিন থেকে বেজে যাচ্ছে ছুটির ঘণ্টা।

48
পুজোর ক'দিন বাদেও এতগুলো বাড়তি ছুটি!

৮ অক্টোবর পঞ্চমী থেকে ১২ অক্টোবর পড়েছে মহানবমী ও বিজয়া দশমি। ১২ অক্টোবর শনিবার।

58
পুজোর ক'দিন বাদেও এতগুলো বাড়তি ছুটি!

১৩ অক্টোবর রবিবার ছুটির দিন। এ ছাড়াও ১৪ ও ১৫ অক্টোবর বাড়তি ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

68
পুজোর ক'দিন বাদেও এতগুলো বাড়তি ছুটি!

১৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো ছাড়াও ২ দিন বাড়তি ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা । ১৭ ও ১৮ অক্টোবর থাকবে ছুটি।

78
পুজোর ক'দিন বাদেও এতগুলো বাড়তি ছুটি!

এ ছাড়াও কালিপুজো ৩১ অক্টোবর কিন্তু ১ নভেম্বরও বাড়তি ছুটি দেওয়া হয়েছে।

88
পুজোর ক'দিন বাদেও এতগুলো বাড়তি ছুটি!

যেহেতু ৩ নভেম্বর ভাইফোঁটা রবিবার পড়েছে তাই ৪ নভেম্বরও ছুটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে অফিস খুলছে ৫ নভেম্বর।

Share this Photo Gallery
click me!

Latest Videos