WB DA: জুলাই মাসে ঢুকবে ২ বার বেতন! কোন কোন সরকারি কর্মী এই টাকা পাবেন? দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের?

Published : Jun 23, 2025, 12:46 PM IST

জুলাই মাসে ঢুকবে ২ বার বেতন! কোন কোন সরকারি কর্মী এই টাকা পাবেন? দুর্দান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের?

PREV
18

বেতনের সঙ্গেই ধাপে ধাপে ঢুকবে বকেয়া ডিএ-র টাকা! এবার ২ বার বেতন হবে জুলাই মাসে! নতুন ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

28

চার সপ্তাহের মধ্যেই ২৫ শতাংশ ডিএ-র টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। সেই মতোই সমস্ত হিসেব করার পরে কারা এই ডিএ পাবেন তাদের তালিকা তৈরি করতে বলা হয় নবান্নের তরফে।

48

মোটামুটি শেষ প্রায় তালিকা তৈরির পর্ব। এবার সরকারি কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার পালা। তবে সেই টাকা ঢুকবে ধাপে ধাপে বেতনের সঙ্গে বলে দাবি করছেন অনেকে।

58

সব মিলিয়ে জুলাই মাসে বেতনের পরেও প্রায় বেতনের মতোই টাকা ঢুকতে পারে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে।

68

বেতনের মতো করেই ঢুকবে বকেয়া ডিএ-র টাকা। যেহেতু টাকার অঙ্ক বেশ অনেকটাই তাই বলে যেতে পারে ২ বার বেতন হতে পারে জুলাইতে। এমনই দাবি করছেন আবার বহু সরকারি কর্মী।

78

অন্যদিকে ২৭ জুনের মধ্যে সমস্ত DA মিটিয়ে দেওয়া হবেই বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। বেতনের পরে ধাপে ধাপে টাকা ঢুকবে এমন কোনও নোটিশ এখনও দেওয়া হয়নি।

88

তবে সুপ্রিম কোর্টের রায়ের পরে এবার খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের প্রাপ্য টাকা বলে জানা গিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories