- Home
- West Bengal
- West Bengal News
- বুধবার থেকে জমিয়ে শীত কলকাতায়, ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষে রাজ্যে বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট
বুধবার থেকে জমিয়ে শীত কলকাতায়, ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষে রাজ্যে বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার দাপট
ঘূর্ণিঝড় নিম্নচাপের জেরে সোমবার থেকেই কলকাতার তাপমাত্রা ছিল উর্ধ্বগামী। মঙ্গলবার তাপমাত্রা বেড়ে গিয়েছিল অনেকটা। শীতের আমেজ উধাও হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে।

কলকাতায় শীতের আমেজ
ঘূর্ণিঝড় নিম্নচাপের জেরে সোমবার থেকেই কলকাতার তাপমাত্রা ছিল উর্ধ্বগামী। মঙ্গলবার তাপমাত্রা বেড়ে গিয়েছিল অনেকটা। শীতের আমেজ উধাও হয়েছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে। তবে এবার আর তা থাকবে না। বুধবার থেকেই কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কমবে। বাড়বে শীতের আমেজ।
পশ্চিমী ঝঞ্ঝার দাপট
ঘূর্ণিঝড় ডিটওয়ার কারণে রাজ্য থেকে গায়েব হয়ে গিয়েছিল শীতের আমেজ। বাধা পেয়েছিল উত্তুরে হাওয়া। উল্টে সমুদ্র থেকে ঢুকছিল জলীয় বাষ্প। কিন্তু এবার ডিটওয়া প্রভাব শেষ। ঘূর্ণিঝড়় নিম্নচাপে পরিণত হয়ে শক্তি হারিয়েছে। তার কারণে এবার সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। যার কারণে রাজ্যে তাপমাত্রার পারদও নিম্নগামী হবে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বুধবার থেকেই রাজ্যে পারদ নামবে। সপ্তাহের শেষ দিকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে বঙ্গে।
দুয়ারে পশ্চিমী ঝঞ্ঝা
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, হরিয়ানার কাছে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ৫ ডিসেম্বর নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। বুধবার থেকে বঙ্গেও সেই কারণে উত্তর-পশ্চিম বাতাসের দাপট বাড়বে। সঙ্গে বাড়বে শীতের আমেজ।
কলকাতার তাপমাত্রা
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি। সকালের দিকে কুয়াশা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়। শুধু কলকাতা নয়, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও ছিল উর্ধ্বগামী।
উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার দার্জিলিং-এর তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি। উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ কিছুটা উর্ধ্বগামী। বুধবার থেকে কিছুটা কমবে পারদ। উত্তরবঙ্গের তাপমাত্রা তেমন হেরফের হবে না বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

