Abhishek Banerjee: 'ইন্ডিয়া জিতলে ৫০০ টাকায় গ্যাস পাওয়া যাবে', অভিষেকের মন্তব্যে ফের অস্বস্তি জোটের মধ্যে

শনিবার ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারসভা থেকে জোটের তরফে বড়সড় ঘোষণা করেন অভিষেক। ক্ষমতায় এলেই রান্নার গ্যাসেরদাম এক ধাক্কায় কমনে বলে জানান তিনি।

শুক্রবারই মুম্বইয়ে বিজেপি বিরোধী শক্তি বাড়তে বৈঠক করেছ ইন্ডিয়া। উপস্থিত ছিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আগেই অভিষেকের রণকৌশ্ন নিয়ে মতানৈক্য তৈরি হয়ছিল জোটের মধ্যে। এবার ফের অভিষেকের মন্তব্যের অস্বস্তিতে জোট। শনিবার ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারসভা থেকে জোটের তরফে বড়সড় ঘোষণা করেন অভিষেক। ক্ষমতায় এলেই রান্নার গ্যাসেরদাম এক ধাক্কায় কমনে বলে জানান তিনি। এদিন প্রচারসভায় তিনি বলেং,'২০২৪ সালে বিজেপি জিতলে গ্যাসের দাম ৩ হাজার টাকা হবে। ইন্ডিয়া জিতলে ৫০০ টাকায় গ্যাস পাওয়া যাবে।’’ ডায়মন্ড।'

অভিষেকের এই পদক্ষেপের পরই জোটের একাংশের প্রশ্ন, তবে কি জোটের তরফে দেশবাসীর উদ্দেশ্যে প্রথম প্রতিশ্রুতি ঘোষণা করে দিলেন তৃণমূলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? অনেকের মতে কোটের ১৩ জনের কো-অর্ডিনেশন (সমন্বয়) কমিটিতে রয়েছেন তিনি। অতএব এই ঘোষনা তিনি করতেই পারেন। তবে তাঁর এই কাজে যে খুশি নয় জোট এমন কানাঘুঁষোও শোনা গিয়েছে।

Latest Videos

প্রসঙ্গত, তৃণমূলের আসন সমঝোতার ফর্মুলায় আপত্তি জানায় সিপিআইএম ও বিহারের বেশ কিছু নেতা। সূত্রের খবর আসন সমঝোতা নিয়ে তৃণমুলের সেকেন্ড ইন কআন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলায় আপত্তি জানান বাম নেতা তথা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁকে সমর্থক করেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা ও বিহারের কয়েকটি দলের নেতা। যদিও বৈঠক শেষে রাহুল গান্ধী জানিয়েছেন নিজেদের মধ্যে মতানৈক্য অনেকটাই কমিয়ে আনা গিয়েছে।

ইন্ডিয়ার মুম্বই বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল লোকসভা ভোটে আসন সমঝোতা কী ভাবে হবে, তা ঠিক করুক ইন্ডিয়া। কেন্দ্রীয় স্তরে গোটা প্রক্রিয়া সংঘটিত হওয়ার এই ফর্মুলায় তীব্র আপত্তি জানান সীতারাম ইয়েচুরি-সহ অনেকেই। তাঁদের বক্তব্য আসন সমঝোতা কখনও কেন্দ্রীয় স্তরে হতে পারে না। এক একটি রাজ্যের পরিস্থিতি এক এক রকম। এক একটি রাজ্যের বাস্তবতা এক এক রকম। সেই মত রাজ্য স্তরেই হওয়া দরকার আসন সমঝোতা। বিহারের বেশ কিছু নেতাও জানিয়েছেন, কখনওই ‘ইন্ডিয়া’ সারা দেশের আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে না। তা রাজ্য স্তরেই করতে হবে।

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের