আর মাত্র ৪৮ ঘণ্টা! ধেয়ে আসছে তুমুল বৃষ্টি, বর্ষা আসার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Published : Jun 01, 2024, 04:24 PM IST

আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে তুমুল বৃষ্টি

PREV
18
আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে তুমুল বৃষ্টি

তীব্র দাবদাহে তোলপাড় জনজীবন! দেশের বিভিন্ন রাজ্যের তাপমাত্রা ৪০-এর উপরে। কোথাও কোথায় তাপমাত্রা ৪৫-ও ছাড়িয়েছে।

28
আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে তুমুল বৃষ্টি

তবে আবহাওয়া বদলেছে দক্ষিণ ভারত এবং উত্তর-পূর্ব ভারতে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। এমনই জানিয়েছে আইএমডি।

38
আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে তুমুল বৃষ্টি

বিহারেও ৪০ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। কানপুরে তাপমাত্রা ৪৮ ডিগ্রি ছাড়িয়েছে,ঝাঁসিতেও তাপমাত্রা ৪৫ ছাড়িয়েছে, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনেও তাপমাত্রা ৪৩ ছাড়িয়েছে।

48
আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে তুমুল বৃষ্টি

দাবদাহের প্রকোপ থেকে বাদ যায়নি দিল্লিও। দিল্লিতে তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে তবে আগামী কয়েক ঘণ্টায় ঝাঁপিয়ে বৃষ্টি নামতে পারে রাজধানীতে।

58
আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে তুমুল বৃষ্টি

তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হবে বিভিন্ন রাজ্যে। কেরলে ইতিমধ্যেই ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এ ছাড়াও অবিরাম বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। শনিবার থেকে কেরলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

68
আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে তুমুল বৃষ্টি

লাক্ষাদ্বীপ, কেরল, কর্ণাটকের কিছু অংশ, তামিলনাড়ুর কিছু অংশ, অসম, মেঘালয় এবং উপ-হিমালয়, এবং সিকিমের কিছু অংশে আগামী দু’ দিনের মধ্যে বর্ষা শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

78
আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে তুমুল বৃষ্টি

পশ্চিমবঙ্গেও আগামী দুদিনের মধ্যে বর্ষা শুরু হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

88
আর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ধেয়ে আসবে তুমুল বৃষ্টি

লাক্ষাদ্বীপ, কেরল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

click me!

Recommended Stories