এক সপ্তাহ আগে বর্ষা ঢুকল উত্তরবঙ্গে! অথচ দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিশ্চিত, আরও দাবদাহে জ্বলবে বঙ্গ?

এক সপ্তাহ আগে বর্ষা ঢুকল উত্তরবঙ্গে! অথচ দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিশ্চিত, আরও দাবদাহে জ্বলবে বঙ্গ?

Anulekha Kar | Published : Jun 1, 2024 7:17 AM IST

18
দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিশ্চিত, আরও দাবদাহে জ্বলবে বঙ্গ?

সময়ের আগেই ঢুকল বর্ষা। বলতে গেলে আট দিন আগে বর্ষা ঢুকে গেল বঙ্গে।

28
দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিশ্চিত, আরও দাবদাহে জ্বলবে বঙ্গ?

সময়ের আট দিন আগে বঙ্গে ঢুকে গেল বর্ষা। শুক্রবার উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। শুধু তাই নয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব।

38
দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিশ্চিত, আরও দাবদাহে জ্বলবে বঙ্গ?

বৃহস্পতিবার কেরালার উপর দিয়ে ঢুকে গিয়েছে মৌসুমি বায়ু। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতেই ঢুকে গিয়েছে মৌসুমি বায়ু।

48
দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিশ্চিত, আরও দাবদাহে জ্বলবে বঙ্গ?

বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের বেশিরভাগ অংশে।

58
দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিশ্চিত, আরও দাবদাহে জ্বলবে বঙ্গ?

তিন দিন আগে আন্দামানে বর্ষা ঢোকার পর নির্ধারিত সময়ের আগেই কেরলে ঢুকে পড়েছে বর্ষা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বর্ষা এসে গিয়েছে।

68
দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিশ্চিত, আরও দাবদাহে জ্বলবে বঙ্গ?

এরপর বঙ্গেও সময়ের প্রায় এক সপ্তাহ আগে ঢুকে পড়ল মৌসুমি বায়ু।

78
দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিশ্চিত, আরও দাবদাহে জ্বলবে বঙ্গ?

তবে দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষা নামছে তা এখনও জানা যায়নি।

88
দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিশ্চিত, আরও দাবদাহে জ্বলবে বঙ্গ?

আবহাওয়া দফতর অনুযায়ী খবর, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও এমনই দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos