আইনজীবীদের হাতেই প্রহৃত পুলিশ, আদালত চত্বরে নজিরবিহীন ঘটনায় শোরগোল

Published : Sep 24, 2025, 12:16 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Barasat Crime News: খোদ আইনের রক্ষকদের হাতেই আক্রান্ত পুলিশ। আদালত চত্বরে নজিরবিহীন ঘটনা। শোরগোল এলাকায়। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Barasat Crime News: বারাসত আদালত চত্ত্বরে মাথা, মুখ ফাটলো পুলিশের। রক্তাক্ত পুলিশ। ঘটনায় আক্রান্ত সাংবাদিকও।কারণ নিয়ে ধোঁয়াশা।  আইনজীবীদের দাবি তারাও আক্রান্ত হয়েছে। মঙ্গলবার দত্তপুকুর থানার বামনগাছি রিজেন্টপার্ক এলাকায় এক পেট্রোল পাম্পে আইনজীবী দুলাল সরকার সহ তিন আইনজীবীর সঙ্গে কোনও কারণে বচসায় জড়ায় স্থানীয় কিছু ব্যক্তি। যারা ওই এলাকার দুষ্কৃতী এবং শাসক দল ঘনিষ্ঠ বলে পরিচিত। 

ঠিক কী ঘটেছিল ?

অভিযোগ, বচসা হাতাহাতিতে পৌছায়। ঘটনায় আক্রান্ত হন আইনজীবীরা। মারধর করা হয় তিনজন আইনজীবীকে।অভিযোগ করা হয় এই ঘটনায় জড়িত খোকন মন্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। আইনজীবীর উপর হামলায় অভিযুক্তদের পুলিশ গ্রেফতারও করে। মোট ৩ জনকে গ্রেফতার করে। বুধবার তাদের বারাসত আদালতে নিয়ে আসা হলে দেখা যায় মুল অভিযুক্ত খোকন মন্ডল সেখানে নেই। অন্য একজন রয়েছে।

এদিকে ঘটনা ঘিরে প্রতিবাদ জানান আইনজীবীরা। পরবর্তীতে তুলকালাম শুরু হয় আদালত চত্বরে। আগে থেকেই আদালত চত্বরে আইনজীবীরা জমায়েত করে থাকেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মুল অভিযুক্তকে বিকেল ৫ টার মধ্যে হাজির করতে বলা হয় আইওকে। সেইমত ফের নিয়ে আসা হয় মুল অভিযুক্তকে। তাকে মারধর করার মত অবস্থা তৈরি হলে পুলিশ আটকালে পুলিশের উপর আঘাত আসে। 

তবে আক্রান্ত পুলিশকে আবার আইনজীবীরাই উদ্ধার করে অন্যত্রে সরিয়ে আনতে দেখা যায়। সব মিলিয়ে আইনজীবীদের এহেনো আচরণ কাম্য নয় বলেই মনে করে বিশিষ্টজনেরা। যদিও বারাসত আদালতে বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি অলোক সমাজপতি জানান, এমন কোন ঘটনা ঘটেনি আজ। পুলিশ কর্মী কিভাবে আক্রান্ত হল তিনি বলতে পারবেন না। তিনি যখন দেখেছেন পুলিশ কর্মী রক্তাক্ত তখন তিনি নিজে উদ্ধার করেন ওই পুলিশ কর্মীকে।

এদিকে মঙ্গলবার দত্তপুকুর থানা এলাকার পেট্রোলপাম্পে যে ঘটনা ঘটেছে, যেখানে আইনজীবীরা আক্রান্ত হয়েছে,তার প্রতিবাদ জানান। তবে আজকে যে অভিযোগ উঠেছে সেবিষয়ে তিনি কিছু বলতে চাননি। সাংবাদিকদের উপর হামলা, তিনি দেখেননি বলেও জানান।

পাশাপাশি অভিযোগকারি আইনজীবী দেবাশীষ সরকার জানান, এইদিন সব আইনজীবীরা একত্রে হয়ে প্রতিবাদ জানায়। সেখানে বাইরের কেউ ভিড়ের মধ্যে ঢুকে পুলিশ কর্মীকে আঘাত করে। আইনজীবীরা এই কাজ করতে পারে না। এখানে মূল ঘটনাকে ঘুরিয়ে দিতে আইনজীবীদেত সঙ্গে পুলিশের মধ্যে বিভেদ তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। তার অভিযোগ শাসক দলের কেউ এই ঘটনা ঘটিয়েছে। গতকালের ঘটনায় তার দাদা দুলাল সরকার সহ তার ভাগ্নে ও ভাইপো আক্রান্ত হয় তৃণমূল দুষ্কৃতীদের হাতে বলে অভিযোগ করেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পড়ুয়া পিছু ৫ হাজার টাকা ফাইন, বিরাট সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের, সতর্ক করা হল স্কুলগুলোকে
'আজ প্রমাণ হয়ে গেল মমতা কত বড় তোষণ বাজ ও হিন্দু বিরোধী', মন্তব্য শুভেন্দুর