কয়েকদিনের ব্যবধানে রাজ্যে ফের ট্রেন দুর্ঘটনা, জখম বেশ কয়েকজন যাত্রী

Published : Feb 11, 2025, 12:56 PM ISTUpdated : Feb 11, 2025, 01:57 PM IST
Local Train

সংক্ষিপ্ত

কর্মীদের গাফিলতি, ভুল হোক বা সিগন্যালের ভুল, লাইনে ত্রুটি, যে কোনও কারণেই হোক না কেন, সম্প্রতি বিভিন্ন জায়গায় ট্রেন দুর্ঘটনা দেখা যাচ্ছে। মঙ্গলবার সকালে ফের দুর্ঘটনা হল।

কয়েকদিনের ব্যবধানে রাজ্যে ফের ট্রেন দুর্ঘটনা। এবার দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে। মঙ্গলবার সকালে কোচবিহারের বামনহাট স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একাধিক যাত্রী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, এদিন সকালে একটি লোকাল ট্রেনের পিছনে ধাক্কা মারে দূরপাল্লার ট্রেনের ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অন্তত পাঁচ থেকে ছয়জন যাত্রী এই দুর্ঘটনায় জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারও আঘাতই গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার পর ট্রেনের বাকি যাত্রীরাও কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছেন। রেলের পক্ষ থেকে সরকারিভাবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বামনহাট স্টেশনে পৌঁছয় শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন। সেই ট্রেন ঘোরানোর সময় ইঞ্জিন আলাদা করে দেওয়া হয়। এরপর ফের ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংযোগের প্রক্রিয়া শুরু হয়। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। ট্রেনের পিছনে ধাক্কা মারে ইঞ্জিন। এর ফলে সেই কামরার ক্ষতি হয়েছে। ট্রেনে ইঞ্জিন ধাক্কা মারার পর প্রবল ঝাঁকুনি হয়। এর ফলেই কয়েকজন যাত্রী জখম হন।

রাজ্যে পরপর ট্রেন দুর্ঘটনা

সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবারের আগে শেষ দুর্ঘটনা ঘটে ২৬ জানুয়ারি। সেদিন সকালে হাওড়ার সাঁতরাগাছি ও শালিমার স্টেশনের মাঝে পদ্মপুকুর স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনা ঘটে। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়, পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। শালিমার স্টেশনের দিকে যাচ্ছিল তিরুপতি এক্সপ্রেস। এই ট্রেনটির দু’টি বগি লাইনচ্যুত হয়। অন্য ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার সময় দু’টি এক্সপ্রেস ট্রেনেই কোনও যাত্রী ছিলেন না। ফলে ট্রেনের কামরা লাইনচ্যুত হলেও, কোনও ক্ষয়ক্ষতি হয়নি। না হলে বড় বিপদ হতে পারত। এরপর মঙ্গলবার ফের দুর্ঘটনা ঘটল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পদ্মপুকুর স্টেশনের কাছে দুর্ঘটনা, সাঁতরাগাছি-শালিমারের মধ্যে বন্ধ ট্রেন চলাচল

Viral Video: মোবাইলে ব্যস্ত, সামনে ট্রেন! লোকো-পাইলটের তৎপরতায় প্রাণে বাঁচলেন যুবক

মহারাষ্ট্রে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মৃত ১৩ জনের মধ্যে ৭ জন নেপালের বাসিন্দা, আহত বহু

PREV
click me!

Recommended Stories

Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?