সংক্ষিপ্ত

দক্ষিণ-পূর্ব রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন সাঁতরাগাছি। রবিবার সকালে ট্রেন দুর্ঘটনার জেরে শালিমার থেকে সাঁতরাগাছির মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

রবিবার সকালে ফের ট্রেন দুর্ঘটনা। দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি-শালিমার স্টেশনের মাঝে পদ্মপুকুর স্টেশনের ট্রেন দুর্ঘটনার জেরে বিপত্তি। দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সাঁতরাগাছি থেকে শালিমার স্টেশনের মাঝে ট্রেন চলাচল বন্ধ। তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এর জেরেই বিপত্তি ঘটে। শালিমার স্টেশনের দিকে যাচ্ছিল তিরুপতি এক্সপ্রেস। এই ট্রেনটির দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। অন্য ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ক্ষয়ক্ষতির খবর নেই

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, লাইনচ্যুত হওয়ার সময় দু’টি এক্সপ্রেস ট্রেনেই কোনও যাত্রী ছিলেন না। ফলে ট্রেনের কামরা লাইনচ্যুত হলেও, কোনও ক্ষয়ক্ষতি হয়নি। না হলে বড় বিপদ হতে পারত। রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। লাইনচ্যুত হওয়া বগিগুলিকে রেল ট্র্যাক থেকে সরানোর কাজ শুরু হয়েছে। সিগন্যালের ভুলে না চালকের গাফিলতির কারণে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত হবে বলে জানা গিয়েছে।

ব্যস্ত রুটে বন্ধ ট্রেন চলাচল

গত দেড় দশকে শালিমার স্টেশন থেকে ট্রেন চলাচল অনেক বেড়ে গিয়েছে। হাওড়া স্টেশনের পরিবর্তে এখন দক্ষিণ-পূর্ব রেলের অনেক ট্রেনই শালিমার স্টেশন থেকে ছাড়ে। ফলে শালিমার-সাঁতরাগাছি রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এই রুটে সাঁতরাগাছি ও শালিমার স্টেশনের মাঝে শুধু পদ্মপুকুর স্টেশন আছে। পদ্মপুকুর স্টেশনে অবশ্য সাঁতরাগাছি-শালিমার লোকাল ছাড়া অন্য কোনও ট্রেন থামে না। কিন্তু রবিবার সকালে সেখানেই দুর্ঘটনা ঘটে গেল। এই রুটে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকলে অন্য স্টেশনগুলিতেও প্রভাব পড়বে। এই কারণে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইতিমধ্যেই রেল ট্র্যাক থেকে ক্ষতিগ্রস্ত কামরাগুলি সরিয়ে ট্রেন চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বাংলায়! চোখের নিমেষে রেল ট্র্যাক থেকে ছিটকে পড়ল দুটো বগি

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! উল্টে গেল হাওড়া-মুম্বই মেলের ১৮টি বগি, দেখুন মর্মান্তিক ছবি

হাওড়ার নলপুর স্টেশনে লাইনচ্যুত সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেসের ৩টি কামরা, হতাহতের খবর নেই