আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ শক্তি হারিয়ে পূর্ব উত্তর প্রদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে। মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
210
কমবে বৃষ্টির প্রভাব
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে শুধুই মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে বৃষ্টির প্রভাব কমবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
310
কবে থেকে হাওয়া বদল?
আবহাওয়া দফতর সূত্রে খবর, ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার থেকে বৃষ্টি বাড়বে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। রবিবার দার্জিলিং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কালিম্পং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা।
510
কবে থেকে কমবে বৃষ্টি?
জানা গিয়েছে, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
610
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় বাতাস বইবে। আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া ও পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
710
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা।
810
আরও বাড়বে গরম
শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আর অস্বস্তি ও গরম কিছুটা বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুই এক পশলা সামান্য সম্ভাবনা থাকবে শুধু দু এক জেলায়।
910
বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি
এই ক"দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় এবং বুধবারের পর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করায় আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।
1010
ভিন রাজ্যের আবহাওয়া
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বিহার, ঝাড়খন্ড, কর্ণাটক, কেরল মাহে, মধ্যপ্রদেশ, রাজস্থান ও উত্তরপ্রদেশে। জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদেও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।