Syria Clash News: মধ্যপ্রাচ্যের সংঘাতে এবার নতুন মোড়। অ-মুসলিম সম্প্রদায়কে সুরক্ষা-নিরাপত্তা দিতে সিরিয়ায় হামলা ইজরায়েলি সেনাবাহিনী। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Syria Clash News: সঙ্ঘাত যেন কিছুতেই থামছে না! মধ্যপ্রাচ্যের সংঘর্ষে এবার আরও একটি দেশের উপর হামলা চালালো ইজরায়েলি সেনাবাহিনী। বুধবার স্থানীয় সময় বিকেল পাঁটটা নাগাদ সিরিয়ার রাজধানী দামাস্কাস শহরে নির্বিচারে বোমা হামলা চালায় ইজরায়েল। এখানেই শেষ নয়! রাষ্ট্রপতির বাসভবন লক্ষ্য করে বোমা মারে ইজরায়েল। মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি Asianet News Bangla)।

সূত্রের খবর, ইজরায়েল ও সিরিয়ার মধ্যে উত্তেজনা নতুন করে ফের বেড়েছে। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দামেস্কের কেন্দ্রে সিরিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ। আইডিএফ নিশ্চিত করেছে যে প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি ছিল সিরীয় সরকারের সামরিক সদর দফতরর প্রবেশপথ। সিরিয়ার প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেও বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাজধানী থেকে প্রকাশিত বিভিন্ন ভিডিও অনুসারে, হামলায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফ কমান্ড ভবন ধ্বংস হয়ে গিয়েছে।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দামাস্কাসে ইজরায়েলি বিমান হামলায় এখনও পর্যন্ত একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। এই হামলাগুলো সিরীয় সরকারি বাহিনীর দক্ষিণ সিরিয়ার সুওয়াইদা অঞ্চলে দ্রুজ সংখ্যালঘু অ-মুসলিমদের বিরুদ্ধে চলমান আক্রমণের প্রতিক্রিয়া এবং তাদের নিরাপত্তা প্রদানের জন্য চালানো হয়েছে। জানা গিয়েছে, সুওয়াইদা অঞ্চলটি ইজরায়েলের গোলান হাইটসের সীমান্তবর্তী।

Scroll to load tweet…

যদিও সিরিয়ার সরকার ইজরায়েলের হামলার বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে তারা দক্ষিণ সিরিয়ায় ইজরায়েলের "অপরাধমূলক ও অবৈধ আচরণ"-এর তীব্র নিন্দা করেছিল। এই নিন্দা এমন এক সময়ে এসেছিল যখন ওই অঞ্চলে দ্রুজ মিলিশিয়া এবং বেদুঈন উপজাতিদের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করেছিল। সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে, সে দেশের সরকার আন্তঃসাম্প্রদায়িক সহিংসতাকে "যেকোনো পরিস্থিতিতে অগ্রহণযোগ্য" বলে দাবি করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, এটি দেশের মৌলিক নীতির পরিপন্থী।

দামাস্কাসে ইজরায়েলি হামলার শুরু হওয়ার পর, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সমাজ মাধ্যমে একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি ঘোষণা বলেন যে, “দামাস্কাসে সতর্কতা শেষ হয়েছে – এখন বেদনাদায়ক আঘাত আসবে।”

Scroll to load tweet…

তিনি আরও বলেন যে, ‘’ইজরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা অঞ্চলে "জোরপূর্বক অভিযান চালিয়ে যাবে"। সুওয়াইদা এমন একটি এলাকা যেখানে দ্রুজ সম্প্রদায় এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষের মাঝে ইজরায়েল এবার হস্তক্ষেপ করেছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D