২০২৫ সালের মধ্যে কি বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? প্রকাশ্যে বড় আপডেট

লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলতেই থাকছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে এই ভাতা বাড়বে। তবে ২০২৫ সালে এই ভাতা বাড়ছে কিনা, তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি।
Sayanita Chakraborty | Published : Mar 17, 2025 11:50 AM
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন। এই সকল ভাতা দ্বারা উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।

210

এই তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার। সমাজের সকল বয়সের মানুষের জন্য ভাতা চালু করেছেন মুখ্যমন্ত্রী।

310

সমাজে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে পেয়ে থাকেন ভাতা। এই সকল ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। গৃহবধূদের জন্যা চালু করা হয়েছে এই ভাতা।

410

২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

510

প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা করে এবং তপশিলি জাতির মহিলার লক্ষ্মীর ভাণ্ডার ভাতা পান ১২০০ টাকা করে।

610

সদ্য শোনা যাচ্ছে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। শোনা যাচ্ছিল ২০০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

710

সদ্য লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধি নিয়ে প্রকাশ্যে এল নয়া আপডেট। জানা গেল ২০২৫ সালে আর বৃদ্ধি হবে কি না ভাতা।

810

সদ্য এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা-বোনেদের জন্য। উত্তোরত্তর বাড়বে এই ভাতা।

910

সে কারণে অনেকে আশা করেছিলেন ২০২৫ সালের এপ্রিল থেকে বাড়বে ভাতা। ২০০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার।

1010

তবে, আপাতত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা করেনি। অর্থাৎ সত্যিই এই ভাতা বৃদ্ধি হবে কি না তা নিয়ে মেলেনি কোনও নিশ্চিত খবর।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos