Lakshmir Bhandar: জুলাই থেকেই কি ১৮০০ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? প্রকাশ্যে নয়া আপডেট

Published : Jul 02, 2025, 07:30 AM IST

রাজ্যে প্রচলিত ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। যা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে মমতা সরকার। শোনা যাচ্ছে এবার বাড়বে এই ভাতা। জেনে  নিন কবে 

PREV
111

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছে। চালু করেছেন বিভিন্ন প্রকল্প।

211

এই রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য একাধিক সুবিধা এনেছে মমতা সরকার। প্রতি মাসে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য।

311

এই রাজ্যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে বিভিন্ন ভাতা চালু আছে। যার দ্বারা প্রতি মাসে মেলে আর্থিক সাহায্য।

411

এই সকল ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় হল লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। যা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে মমতা সরকার।

511

রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা মাসে মাসে পেয়ে থাকেন আর্থিক সাহায্য।

611

সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা পান ১৫০০ টাকা করে। এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা।

711

শীঘ্রই সাধারণ জাতির মহিলারা ১৫০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন বলে খবর সর্বত্র।

811

শোনা যাচ্ছে, এই জুলাই থেকেই বাড়বে ভাতা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে এমনটাই।

911

তবে, সর্বত্র ভাতা বৃদ্ধির দাবি উঠলেও এই জুলাই থেকে ভাতা বৃদ্ধির কোনও নিশ্চিত খবর নেই। আপাতত ঘোষণা হয়নি সরকারের পক্ষ থেকে।

1011

তবে, মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের সম্মান। তা উত্তরোত্তর বাড়বে।

1111

ফলে, এই ভাতা যে ভবিষ্যতে বাড়বে তা নিয়ে আশাবাদী সকল সাধারণ মানুষ। এখন দেখার কবে আসে নিশ্চিত খবর।

Read more Photos on
click me!

Recommended Stories