পুজোর মধ্যেই কমে যাবে রান্নার গ্যাসের খরচ, নয়া উদ্যোগ শুরু হয়েছে এই রাজ্যে

Published : Jul 01, 2025, 08:16 PM IST

দিনে দিনে মহার্ঘ হচ্ছে রান্নার গ্যাস। বর্তমানে সিলিন্ডার পিছু প্রত্যেক গৃহস্থকে দিতে হয় প্রায় ৮২৯ টাকা কি তারও বেশি।পাইপ লাইনের মাধ্যেই রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে একটি তেল সংস্থা। 

PREV
112

দিনে দিনে মহার্ঘ হচ্ছে রান্নার গ্যাস। বর্তমানে সিলিন্ডার পিছু প্রত্যেক গৃহস্থকে দিতে হয় প্রায় ৮২৯ টাকা কি তারও বেশি।

212

গৃহস্থকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ করছে রাজ্য সরকার। এবার কম খচরে বাড়ি বাড়ি পৌঁছে দেবে রান্নার গ্যাস। তেমনই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

312

পাইপ লাইনের মাধ্যেই রান্নার গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে একটি তেল সংস্থা। পুজোর আগেই এই সুবিধে চালু হচ্ছে।

412

প্রথম দফায় রাজ্যের প্রায় পাঁচ হাজার পরিবার এই প্রকল্পের সুবিধে পাবেন। পুজোর আগেই ৫ হাজার বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

512

পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে প্রথম কোচবিহার শহরে। তেমনই লক্ষ্য স্থির করেছে ভারত পেট্রোলিয়ম।

612

পুজোর আগেই শহরের প্রায় পাঁচ হাজার বাড়িতে কানেকশন পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড।

712

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর এক বড় কর্তা জনিয়েছেন, সবকিছু স্থির থাকলে পুজোর আগেই গ্যাস সংযোগ দেওয়ার কাজ শুরু করাযাবে।

812

পাশাপাশি দিনহাটা, আলিপুরদুয়ার শহরেও পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে। তুফানগঞ্জ শহরে রেজিস্ট্রেশন করা হচ্ছে। আর ফালাকাটায় কানেকশন দেওয়া হচ্ছে।

912

কোচবিহার শহর সংলগ্ন পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

1012

পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়ার প্রক্রিয়ায় প্রত্যেক বাড়িতে মিটার বসানো হবে। সেই মিটারের ইউনিট হিসেবে গ্যাসের বিল দিতে হবে। দুই মাস অন্তর এই বিল জমা করতে হবে বলে খবর।

1112

এই পদ্ধতিতে রান্নার গ্যাসের খরচ অনেকটাই কমবে। হঠাৎ করে গ্যাস শেষ হওয়ার ভয় থাকবে না।

1212

বর্তমানে সিলিন্ডারের গ্যাসে কেজি প্রতি খরচ হয় ৭০-৭২ টাকা। পাইপ লাইনের গ্যাসে সেই খরচ কম হবে কেজি প্রতি ৫০ টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories