‘কোনও প্রমাণ দেখাতে পারবে না, শুধু হেনস্থা করা হচ্ছে’, আদালতে ঢোকার আগে তীব্র প্রতিবাদ নওশাদ সিদ্দিকীর

আদালতে ঢোকার সময় চিৎকার করে নওশাদকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রমাণ দেখাতে পারবে না।’

শাসক দলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের অভিযোগে গ্রেফতার হওয়ার পর এখনও জামিন পাননি ভাঙড়ের আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের মুক্তির দাবিতে সরব হয়েছে বাম শিবির এবং সমর্থন জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও। বুধবার আদালতে যাওয়ার পথে জেলের অন্দরের হেনস্থা নিয়ে সংবাদমাধ্যমের সামনে সরব হলেন নওশাদ।

বিক্ষোভ-প্রতিবাদ ঠেকাতে ইতিমধ্যেই ভাঙড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেই কঠোর নিরাপত্তার মধ্যেই বুধবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় নওশাদ সিদ্দিকীকে। প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে আসা হয় বিধায়ককে। সেই ভ্যান থেকে নেমে আদালতে যাওয়ার সময় চিৎকার করে নওশাদকে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রমাণ দেখাতে পারবে না। কাউকে মারধর করতে বলা হচ্ছে, এমন একটি শব্দও দেখাতে পারবে না। যা চলছে, তা হেনস্থা ছাড়া আর কিছুই নয়।’ বাংলার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘এই হেনস্থা করে নওশাদ সিদ্দিকীর আইএসএফ দলকে বা বাংলার বঞ্চিত মানুষকে আটকাতে পারবে না।’

Latest Videos

উলেখ্য, জানুয়ারি মাসের ১৫ তারিখ আইএসএফের প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূল বনাম আইএসএফ দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগণার ভাঙড়। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে, আইএসএফের অফিস ভাঙচুর করার। তারই প্রতিবাদে ২১ জানুয়ারি ধর্মতলায় অবস্থান কর্মসূচি নেয় আইএসএফ। সেখানে পুলিশের সঙ্গে দলীয় সমর্থকদের খণ্ডযুদ্ধ বেধে যায়। ঘটনাস্থল থেকে নওশাদ-সহ ১৮ জনকে গ্রেফতার করা হয়। মিথ্যে মালমায় নওশাদকে গ্রেফতার করা হয়েছে, এই মর্মে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তির দাবিতেই মিছিল করেন বামপন্থী নেতারা। তবে, তা সত্ত্বেও আজ পর্যন্ত তাঁকে মুক্তি দেওয়া হয়নি।

আরও পড়ুন-
দেশ ছেড়ে যেন কোনওভাবেই পালাতে না পারেন মানিক ভট্টাচার্যর ছেলে সৌভিক, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র লুক আউট নোটিস
ফ্রিজে রাখা প্রেমিকার দেহ, সেজেগুজে গিয়ে মা-বাবার পছন্দের পাত্রীকে বিয়ে করে ফেললেন দিল্লির যুবক
‘আর বাঁচতে চাই না’, কেরলের কোঝিকোড়ে এনআইটির হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিল বাংলার মেধাবী ছাত্র নিদিন

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed