সংক্ষিপ্ত

নিজের বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপ মেসেজে একটি বার্তা পাঠিয়েছিল নিদিন। তাতে লেখা ছিল যে, সে আর বাঁচতে আগ্রহী নয়।

 

 

কেরলের কোঝিকোড়ে এনআইটিতে পড়তে গিয়েছিল পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র নিদিন শর্মা। সুযোগ পাওয়াটাই যেখানে কঠিনতম চ্যালেঞ্জ, সেখানে সেরা হওয়ার দৌড় অনেক আগেই জিতে গিয়েছিল নিদিন। কিন্তু, পড়াশোনা চলতে চলতেই হঠাৎ ঘনিয়ে এল মর্মান্তিক পরিণতি। হঠাতই হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল সে।

কোঝিকোড়ে এনআইটিতে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল নিদিন শর্মা। তার দেহ উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। তদন্তে নেমে প্রকাশ্যে আসে যে, চরম সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বন্ধুর কাছে হোয়াটসঅ্যাপ মেসেজে একটি বার্তা পাঠিয়েছিল নিদিন। তাতে লেখা ছিল যে, সে আর বাঁচতে আগ্রহী নয়। এরপরেই আবাসিক ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মাত্র বাইশ বছরের এই ছাত্র।

ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে প্রযুক্তি ভবনের চত্বরে। নিহত নিদিনের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কোঝিকোড়ে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন-

২ ডিগ্রি কমে গেল কলকাতার তাপমাত্রার, যাওয়ার আগে এক ধাক্কায় ঠাণ্ডা বাড়াচ্ছে শীত
‘তোমার হাসিতে ডুবে যেতে দাও’, ভালোবাসা দিবসে বাহুডোরে বাঁধা শোভন-বৈশাখী, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল আলিঙ্গনের ছবিতে
পেট্রোল-ডিজেলের দামে ওঠাপড়া, নাকি মূল্যবৃদ্ধির বাজারেও তেলের দরে লাগাম? দেখে নিন আজকের রেট