ফের ভ্যাবসা গরম না সপ্তাহ জুড়ে বৃষ্টি?
আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। সারা সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর।
হালকা ও মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে।
মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবার ও শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়া জেলাতেও।
বেশ কিছু জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
ঘূর্ণীঝড়ের সম্ভাবনা থাকায় শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।