Weather Update: ঘূর্ণিঝড়ে তৈরি হচ্ছে সাগরে, প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি রাজ্যে

প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। চলতি সপ্তাহের শেষর দিক থেকেই রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হবে- তেমনই সতর্কতা জারি করা হয়েছে।

 

Saborni Mitra | Published : May 20, 2024 6:58 PM
110
সাগরে ঘূর্ণিঝড়়ের পরিস্থিতি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সাগরে ঘূর্ণিঝ়ড়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে রাজ্যের ওপর।

210
শুক্রবার থেকে আবহাওয়ার পরিস্থিতি

শুক্রবার থেকে রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি খারাপ হবে। প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে সোমবার থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে।

310
সোমবার থেকে রাজ্যে ঝড়বৃষ্টি

সোমবার থেকেই তার প্রভাব পড়বে রাজ্যের ওপর। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে সোমবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে গেছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তারই প্রভাব পড়তে চলেছে রাজ্যের ওপর।

410
সাগরে নিম্নচাপ বলয়

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাহরে একটি নিম্নচাপ বলয় তৈরি হতে পারে। সেখানেই নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

510
নিম্নচাপ শক্তি বাড়াতে পারে

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ শক্তিবাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণিত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবীদরা।

610
আবহাওয়ার গতিবিধি

আগামী ২২ মে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। পরে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এটি যত উপকূলের দিয়ে এগিয়ে আসবে ততই শক্তিবৃদ্ধি করবে।

710
নজরে ঢেউ

আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর আবহাওয়াবীদরা সমুদ্রের ঢেউয়ের দিকে নজর রাখছে। সূত্রের খবর সমুদ্রপৃষ্ঠের যে তাপমাত্রা তাও ঘূর্ণিঝড়ের পরিস্থিতির সহায়ক।

810
বাধা বর্ষা

আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর বর্ষা ঘূর্ণিঝড়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে গেছে। এটি বর্ষার কারণ। মৌসুমী ঘূর্ণিঝড়ের পথে বাধা হতে পারে।

910
শুক্রবার থেকেই বৃষ্টি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছেন, শুক্রবার থেকে ২ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভানা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাই শুক্রবার থেকে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে।

1010
কলকাতার জন্য পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যার কারণে এদিন থেকে কলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নগামী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos