ফের বেড়েছে গরমের প্রকোপ! রাজ্য জুড়ে তীব্র দাবদাহ, স্বস্তি মেলাতে বঙ্গে ফের বৃষ্টি কবে?

Published : May 19, 2024, 06:33 AM IST

গত কয়েকদিন ধরে ফের চোখ রাঙাচ্ছে গরম! তীব্র দাবদাহ কাটিয়ে রাজ্যে আবার বৃষ্টি কবে?

PREV
16
রাজ্যে আবার বৃষ্টি কবে?

 ররিবার শহর জুড়ে ছিল তীব্সোর দাবদাহ। সোমবারই বদলে বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হবে সপ্তাহের শুরু থেকেই।

26
রাজ্যে আবার বৃষ্টি কবে?

কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাদে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

36
রাজ্যে আবার বৃষ্টি কবে?

রবিবার,বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।  দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টিপাত দেখা যেতে পারে।

46
রাজ্যে আবার বৃষ্টি কবে?

২২ মে, বুধবার বঙ্গোপসাগরে তারি হবে নিম্নচাপ। 

56
রাজ্যে আবার বৃষ্টি কবে?

২৪ মে অতি পরিণত হতে পারে গভীর নিম্ন চাপে। এরপর ফের বৃষ্টিতে ভাসবে পশ্চিমবঙ্গ। তবে ঘূর্ণিঝড়ের অবস্থান এখনও জানা যায়নি।

66
রাজ্যে আবার বৃষ্টি কবে?

রবিবারই রাজ্যে ছুকছে বর্যা।  ১৯ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর-সহ নিকোবর দ্বীপপুঞ্জে বর্যার আগমন হবে।

click me!

Recommended Stories