যোগ্য হয়েও নয় বছর পর ফের দিতে হল পরীক্ষা, চাকরির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত ফিরোজ

Published : Sep 07, 2025, 02:05 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

WB SSC Examination: যোগ্য-অযোগ্যদের ভিড়ে আজ পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারা ফিরোজকেও। নয় বছর পর ফের নতুন করে এসএসসি পরীক্ষা নিয়ে কী বলছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

WB SSC Examination: যোগ্য-অযোগ্যদের ভিড়ে দাগিদের তালিকা প্রকাশ করলেও সুপ্রিম নির্দেশে রবিবার পরীক্ষায় বসতে হয়েছে যোগ্য প্রার্থীদের। মিছিল, মামলা, আন্দোলনের পরও নিজেদের যোগ্যতা প্রমাণে রবিবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেছেন বসিরহাটের হুমায়ুন ফিরোজও। অন্যান্য যোগ্য প্রার্থীদের মতো তিনিও প্রথম থেকেই দাবি করে আসছিলেন যে, কোনওরকম অবৈধ উপায়ে নয়, সম্পূর্ণ বৈধ ভাবে ২০১৬ সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তিনি। তবুও আদালতের নির্দেশে রবিবার এসএসসি পরীক্ষায় বসেছেন তিনি।

যোগ্য প্রার্থী হয়েও রবিবার SSC পরীক্ষা দিতে হচ্ছে গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে চলে যাওয়া চাকরিহারাদের। এদিন পরীক্ষায় বসেন যোগ্য চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ হুমায়ুন ফিরোজ। এতবছর পর ফের নিজের যোগ্যতা প্রমাণে পরীক্ষা দিতে বসায় তাই গলায় তার আক্ষেপের সুর খানিকটা। 

জানা গিয়েছে,  হাসনাবাদের খরমপুর এলাকায় বাড়ি হুমায়ুন ফিরোজের। তিনি শিক্ষকতা করতেন বসিরহাটের MBS নেওরা হাইস্কুলে । গত ৩ এপ্রিল শীর্ষ আদালতের নির্দেশে তারও চাকরি বাতিল হয়। নিমেষের মধ্যে মাথায় ভেঙে পড়ে আকাশ। এরপর শুরু হয় বহু আন্দোলন। আদালতের দ্বারস্থ হন চাকরি হারারা। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে মামলা গড়াগড়ি খেলেও রাস্তায় বসতে হয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার পরীক্ষার্থীকে। 

তবে শেষ পর্যন্ত আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করলেও রবিবার পরীক্ষায় বসতে হয়েছে ২০১৬ সালের সকল চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের। কারণ,  হুমায়ুন ফিরোজের নাম ছিল না অযোগ্য প্রার্থীদের তালিকায়। সে যোগ্য প্রার্থী। কিন্তু তবুও তাকে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য আবার SSC পরীক্ষা দিতে হচ্ছে ।

রবিবার এসএসি পরীক্ষা। বসিরহাটের স্যার রাজেন্দ্র কুমার হাইস্কুলে পড়েছে ফিরোজের পরীক্ষার সিট। পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতির সময়ও পেয়েছে খুবই কম । তাই ইচ্ছা না থাকলেও দিনরাত জেগে পরীক্ষার প্রস্তুতি নিতে হয়েছে । আজ পরীক্ষা। কী হবে পরীক্ষায় সেটাই চিন্তা হুমায়ুন ফিরোজের ।

কারণ দশ বছর আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি অনেকটাই আলাদা । তাই পরিস্থিতি যতই বদল হোক না কেন তার অনিচ্ছা সত্ত্বেও তাকে আজ SSC পরীক্ষা দিতে হল । তাই তার গলায় বিষাদের সুর । এরপর আদেও চাকরি জুটবে কীনা তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে অন্যান্যদের মতো ফিরোজের মনেও। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?