পুরীর মতই এবার দিঘার জগন্নাথ মন্দিরে ধ্বজাদান, রইল মহাপ্রসাদ বিলির নিয়ম নীতি

Published : Dec 27, 2025, 12:27 PM IST

এবার শীতে জমজমাট দিঘার জগন্নাথ মন্দির। মন্দিরকে কেন্দ্র করে ক্রমশই বাড়ছে দিঘার পর্যটকদের ভিড়। তবে পুরীর মতই দিঘার জগন্নাথ মন্দিরকে আকর্ষণীয় করতে একাধিক উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। যারমধ্যে রয়েছে ধ্বজাদান ও প্রসাদ বিলি। 

PREV
15
জমজমাট দিঘার জনগন্নাথ মন্দির

এবার শীতে জমজমাট দিঘার জগন্নাথ মন্দির। মন্দিরকে কেন্দ্র করে ক্রমশই বাড়ছে দিঘার পর্যটকদের ভিড়। তবে পুরীর মতই দিঘার জগন্নাথ মন্দিরকে আকর্ষণীয় করতে একাধিক উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের আশা এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির আরও আকর্ষণীয় হবে দর্শকদের কাছে।

25
ধ্বজা সেবা

এবার থেকে পুরীর আদলে দিঘার জগন্নাথ মন্দিরেও শুরু হয়ে গেল ধ্বজা সেবা। পুরীর মন্দিরের জন্য ধ্বজা দান করেন ভক্তরা। এবার দিঘার মন্দিরের জন্যও ভক্তরা ধ্বজা দান করতে পারবেন। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে এবার থেকে ভক্তদের দেওয়া ধ্বজা উড়বে মন্দিরের মাথায়।

35
ট্রাস্ট্রের ঘোষণা

দিঘার জগন্নাথধামের ট্রাস্টের অন্যতম পুরোধা ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাসের কথায় পুরীর মতই দিঘার মন্দিরে ধ্বজা দান করতে পারবেন ভক্তরা। তাদের জন্য একটি বিশেষ ফোন নম্বরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ফোন করেই অগ্রিম বুকিং করতে পারবেন ভক্তরা। দিনমাহাত্ম্যে ধ্বজার বিশেষ মূল্য নির্ধারণ করা হবে।

45
ধ্বজা বাধার সময়

প্রত্যেক দিন বিকেল ৪টে নাগাদ সেবায়েতরা দিঘার মন্দিরের চূড়ায় ধ্বজা বাঁধবেন। পুরীর মন্দিরেও সেই সময়ই ধ্বজা উত্তোলন করা হয়। রাধারমণ দাস জানিয়েছেন, পুরীর মতই ধ্বজা ওড়ানো দেখতে দিঘার মন্দিরের প্রচুর ভিড় হবে।

55
প্রসাদ বিলি

দিঘার জগন্নাথ মন্দিরে মধ্যাহ্নে ও সন্ধ্যায় ৮ রকম প্রসাদ বিলি করছে মন্দির কর্তৃপক্ষ। সেই তালিকায় রয়েছে খিচুড়ি ভোগ, মিষ্টি। মহাপ্রসাদ হিসেবে প্যাঁড়া, লুচি, সবজি দেওয়া হয়। প্রাতঃরাশ, মধ্যাহ্ন ভোজ, বিশেষ মধ্যাহ্ন ভোজ, সন্ধ্যার মহাপ্রসাদই ভক্তদের মধ্যে বিলি করা হয়। এই প্রসাদের জন্যও নির্দিষ্ট ফোন নম্বর রয়েছে। অগ্রিম বুকিং করা যাবে। মধ্যাহ্নভোজের জন্য বুকিং-এর সময় আগের দিন সকাল ১০টা পর্যন্ত। সন্ধ্যার জন্য বুকিং করা যাবে সেই দিন বেলা ১১টা পর্যন্ত।

সন্ধ্যার মহাপ্রসাদের বুকিং হবে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Read more Photos on
click me!

Recommended Stories