Abhijit Gangopadhyay: বিচারপতি হিসেবে শেষ শুনানি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এজলাস ছাড়ার আগে কি বললেন

সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মামলার শুনানি হয়েছিল সেটিতে হাইকোর্টের বিভিল্যান্স বিভাগ অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে।

 

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগে আজ সোমবার আজই ছিল তাঁর আদালতের শেষ দিন। এদিন পূর্ব মেদিনীপুর সংক্রান্ত একটি মামলার শুনানি করেছেন। এই দিন পূর্ব মেদিনীপুর জেলার এক বিচারককে বরখাস্ত করার অনুরোধ করেছেন তিনি। প্রধান বিচারপতিকে রিপোর্ট দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দেন। তারপরই দুপুর ২টো ৪৭ মিনিটে আদালত ছেড়ে বেরিয়ে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে মামলার শুনানি হয়েছিল সেটিতে হাইকোর্টের বিভিল্যান্স বিভাগ অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে। এই মামলার শুনানিতেই তিনি প্রধান বিচারপতিতে যাবতীয় রিপোর্ট দেখে আইন অনুযায়ী পদক্ষেপ করতে অনুরোধ করেন।তিনি আরও বলেন রিপোর্ট যদি সত্যি হয় তাহলে সংশ্লিষ্ট বিচারককে বরখাস্ত করা উচিৎ। এই মামলার শুনানি শেষ হয়।

Latest Videos

সবকিছু তাঁর ঘোষণা অনুযায়ী চললে এটাই হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শুনানি এটাই। তিনি রবিবারই জানিয়েছেন, তিনি মঙ্গলবার ইস্তফা দেবেন রাষ্ট্রপতির কাছে। তারপর কী করবেন সেটা অবশ্য স্পষ্ট করেননি। তবে তিনি রাজনীতির ময়দানে আসা ভোটে লড়ার প্রসঙ্গ উড়িয়ে দেননি।

একটি মহলের ধারনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দান করতে পারেন। তিনি বিজেপির টিকিটে তমলুকের প্রার্থীও হতে পারেন। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘোষণায় কোনও দলের কথা নেই। শাসক দল তৃণমূলের সঙ্গে অভিজিৎ গাঙ্গোপাধ্যায়ের দ্বন্দ্ব নিয়োগ দুর্নীতির মামলা নিয়ে। রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর তাঁকে একাধিকবার নিশানা করেছেন। কটাক্ষ করেছেন। এদিন সাক্ষাৎকারে তা নিয়েও নিজের মনের কথা জানিয়েছেন বিচারপতি। তাতে তৃণমূলের বিরুদ্ধে উষ্মাই প্রকাশ করেছেন

আরও পড়ুনঃ

Kunal Ghosh: কুণাল ঘোষকে শো-কজ করল তৃণমূল, তাপস রায়ের বাড়িতে বসেই মেল পেলেন তিনি

Tapas Roy: তৃণমূল ছাড়লেন 'অভিমানী' তাপস রায়, পরবর্তী গন্তব্য কি বিজেপি

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News