অনুব্রত মণ্ডলের গড়ে তৃণমূলের পরিবর্তন, বীরভূম জেলা সভাধিপতি এবার কাজল শেখ

Published : Aug 16, 2023, 02:33 PM IST
anubrata mondal kajal sheikh

সংক্ষিপ্ত

নানুরের এই নেতা একাধিকবার অভিযোগ করেছিলেন যে, তাঁকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কাজ করতে বাধা দিচ্ছেন। এরপরেই তাঁর জেলা সভাধিপতি হয়ে ওঠাটা বীরভূমের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

অনুব্রত মণ্ডলের গড়ে এবার কি অন্য নেতার দাপট বাড়ছে? বীরভূমে বুধবারের রাজনৈতিক পরিবর্তন শাসকদলের অন্দরে সেই গুজবেই শিলমোহর দিচ্ছে। কারণ, দীর্ঘ দিন ধরেই গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দি হয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল। জেলা জুড়ে তাঁর দাপট এখন প্রায় নেই বললেই চলে। তাঁর অবর্তমানে জেলায় তৃণমূলের হয়ে দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বীরভূম জেলায় দলের সভাধিপতির পদে বসলেন অনুব্রত মণ্ডলের দীর্ঘকালীন ‘বিরোধী’ হিসাবে পরিচিত কাজল শেখ।

দীর্ঘদিন ধরেই কাজল শেখ বীরভূম জেলায় শাসকদলের গুরুত্বপূর্ণ নেতা। নানুরের এই নেতা একাধিকবার অভিযোগ করেছিলেন যে, তাঁকে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কাজ করতে বাধা দিচ্ছেন। অনুব্রত না থাকাকালীন একাধিকবার বহু ক্ষেত্রে কাজল শেখের রাজনৈতিক দাপট প্রকাশ্যে এসেছে। এরপরেই তাঁর জেলা সভাধিপতি হয়ে ওঠাটা বীরভূমের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

কয়েক মাস আগে বীরভূম সফরের সময় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখকে জেলার কোর কমিটির সদস্য হিসাবে দায়িত্ব দিয়েছিলেন। তারপর থেকেই বিভিন্ন বিষয়ে মন্তব্য করতে দেখা যাচ্ছে কাজল শেখকে। দলের মধ্যে তাঁর গুরুত্ব যে বাড়ছিল, তা বেশ বুঝতে পেরেছিলেন অনুব্রত মণ্ডলের সমর্থকরাও। জেলা পরিষদে তৃণমূলের জয়ের পর কাজল শেখের মুখে অনুব্রত মণ্ডলের নাম শোনা গিয়ে থাকলেও অনুব্রত মণ্ডলের বিরোধী হিসেবেই বরাবর পরিচিত ছিলেন তিনি।

আরও পড়ুন-

Chandrayaan 3: এবার শুধু চাঁদে নামার অপেক্ষা, শেষ কক্ষপথে ঢুকে পড়ল চন্দ্রযান ৩
যাদবপুর থেকে পালিয়ে গা-ঢাকা দিয়েছিলেন গ্রামের বাড়িতে, ৬ জনকে পাকড়াও করল পুলিশ

Atal Bihari Vajpayee: অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় বঙ্গে জাঁকিয়ে ঠান্ডায় শীতের আমেজ, সপ্তাহান্তে কতটা নামবে পারদ?
২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু