কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিচ্ছে রেল। ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী। দুর্ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রীও।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পর যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের সুবিধার জন্য হেল্পলাইন নাম্বার চালু করল রেল। বিভিন্ন ডিভিশনে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। কাটিহার ডিভিশনে কমার্শিয়াল কন্ট্রোলের হেল্পলাইন নাম্বার ৯০০২০৪১৯৫২ ও ৯৭৭১৪৪১৯৫৬। কাটিহার স্টেশনের হেল্পলাইন নাম্বার ৬২৮৭৮০১৮০৫। নিউ জলপাইগুড়ি স্টেশনের হেল্পলাইন নাম্বার ৬২৮৭৮০১৭৫৮। আলুয়াবাড়ি স্টেশনের হেল্পলাইন নাম্বার ৮১৭০০৩৪২৩৫। কিষানগঞ্জ স্টেশনের হেল্পলাইন নাম্বার ৭৫৪২০২৮০২০ ও ০৬৪৫৬২২৬৭৯৫। ডালখোলা স্টেশনের হেল্পলাইন নাম্বার ৮১৭০০৩৪২২৮। বারসোই স্টেশনের হেল্পলাইন নাম্বার ৭৫৪১৮০৬৩৫৮। সামসি স্টেশনের হেল্পলাইন নাম্বার ০৩৫১৩২৬৫৬৯০ ও ০৩৫১৩২৬৫৬৯২। আলিপুরদুয়ারের কমার্শিয়াল কন্ট্রোলের হেল্পলাইন নাম্বার ০৩৫৬৪২৭০৮৭০ ও ০৩৫৬৪২৭০৮৭১। আলিপুরদুয়ারের সিকিউরিটি কন্ট্রোলের হেল্পলাইন নাম্বার ০৩৫৬৪২৫৩৪৯৮। আলিপুরদুয়ারের সিএনএল কনফারেন্স রুমের হেল্পলাইন নাম্বার ৯০৪৬২৬৬৩৫ ও ০৩৫৬৪২৫৫১৯০। নিউ আলিপুরদুয়ার স্টেশনের হেল্পলাইন নাম্বার ৭৫৯৫০০১৩১০। জলপাইগুড়ি রোড স্টেশনের হেল্পলাইন নাম্বার ৭৬০৫০৩৬১৫০। নিউ কোচবিহার স্টেশনের হেল্পলাইন নাম্বার ৭৬০৫০৩৬১৫৫। নিউ ময়নাগুড়ি স্টেশনের হেল্পলাইন নাম্বার ৭৬০৫০৩৬১৫১।
অসম, ত্রিপুরার স্টেশনগুলিতেও হেল্পলাইন নাম্বার
পশ্চিমবঙ্গ ও বিহারের পাশাপাশি অসমের স্টেশনগুলিতেও হেল্পলাইন নাম্বার চালু করেছে রেল। লামডিং ডিভিশনে গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নাম্বার ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২ ও ০৩৬১২৭৩১৬২৩। লামডিং স্টেশনের হেল্পলাইন নাম্বার ০৩৬৭৪২৬৩৯৫৮, ০৩৬৭৪২৬৩৮৩১, ০৩৬৭৪২৬৩১২০, ০৩৬৭৪২৬৩১২৬ ও ০৩৬৭৪২৬৩৮৫৮। আগরতলা স্টেশনের হেল্পলাইন নাম্বার ৯৮৬২১০৮৯৭৪। বদরপুর স্টেশনের হেল্পলাইন নাম্বার ০৩৮৪৩২৬৮৪২৪ ও ০৩৮৪৩২৬৯৫৪৬। ধর্মনগর স্টেশনের হেল্পলাইন নাম্বার ৯৮৬২২৮০৬১৪। রঙ্গিয়া ডিভিশনের নিউ বঙ্গাইগাঁও স্টেশনের হেল্পলাইন নাম্বার ৯৪৩৫০২১৪১৭ ও ৯২৮৭৯৯৮১৭৯। বরপেটা রোড স্টেশনের হেল্পলাইন নাম্বার ৯২৮৭৯৯৮১৭৩। রঙ্গিয়া জংশন স্টেশনের হেল্পলাইন নাম্বার ৯১০১০৯৫৫৭৩।
জোরকদমে চলছে উদ্ধারকার্য
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার পরেই শুরু হয়েছে উদ্ধারকার্য। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের পক্ষ থেকে আহত ও নিহত যাত্রীদের পরিবারের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-