এলাকার মহিলার বাড়িতে কার্তিক ঠাকুর ফেললেন তৃণমূল কাউন্সিলর, চিঠি লিখলেন পুরসভার প্যাডে?

Published : Nov 15, 2024, 07:25 PM ISTUpdated : Nov 15, 2024, 07:26 PM IST
tmc flag

সংক্ষিপ্ত

পুরসভার তরফ থেকে লোকের বাড়ি বাড়ি কার্তিক ফেলা হচ্ছে! এও কি সম্ভব?

আর এই ঘটনাকে কেন্দ্র করেই শোরগোল পড়ে গেছে হুগলির বৈদ্যবাটিতে। এমনকি, শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজাও।

এমনিতে কার্তিক পুজোয় নব-বিবাহিত বন্ধু-বান্ধবদের বাড়ি কার্তিক ফেলার রীতি অনেকদিন ধরেই রয়েছে। তবে সেই রীতি ঠিক না ভুল পরের কথা। কিন্তু সেই কার্তিক ঠাকুর ফেলতে গিয়েই এবার বিতর্কে জড়িয়ে পড়েছেন বৈদ্যবাটি পুরসভার এক তৃণমূল কাউন্সিলর।

স্থানীয় সূত্র মারফৎ জানা যাচ্ছে, বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলেন পৌষালি ভট্টাচার্য। তিনি শ্যামল মাইতি নামে একজনের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেন এবং সঙ্গে ছিলেন কাউন্সিলরের অনুগামীরাও। কিন্তু কার্তিক ঠাকুরের সঙ্গে দেওয়া একটি চিঠি ঘিরে বিতর্ক দেখা দেয়।

যা লেখা হয়েছে কাউন্সিলরের নামাঙ্কিত প্যাডে। সেখানে আবার লেখা রয়েছে ‘পুরসভা অনুমোদিত’। শুধু তাই নয়, কাউন্সিলর নিজেই একটি ফেসবুকে পোস্ট করেছেন। আর এই পোস্ট হতেই শুরু হয়ে যায় বিতর্ক। এইভাবে পুরসভার প্যাডে কি এই ধরনের কাজ করা যায়? সেই নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

আর এই ঘটনা জানাজানি হতেই বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো কড়া ধমক দেন ওই কাউন্সিলরকে। এই বিষয়ে পুরপ্রধান পিন্টু মাহাতো জানান, “পুরসভার কাউন্সিলরের প্যাড পুরসভার কাজে ব্যবহার করার জন্য। এইভাবে ব্যক্তিগত কোনও কাজ বা মজা করার জন্য তা ব্যবহার করা যায় না। যে কাউন্সিলর এই কাজ করেছেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আগামীদিনে যাতে এই ধরনের কাজ আর না করেন, সেই নিয়ে তাঁকে সতর্কও করা হয়েছে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
TMC-তে বড় ভাঙন! মমতার তুলোধোনা করে জঙ্গিপুরে তৃণমূল ছেড়ে মিমের পতাকাতলে ৫০ যুবক