আল কায়দার সঙ্গে কলকাতার যোগ! সন্দেহ-র তীর অ্যাপ ক্যাব চালকের দিকে, জাল বিছিয়ে তদন্তে NIA

আল কায়দার সঙ্গে কলকাতার যোগ! সন্দেহ-র তীর অ্যাপ ক্যাব চালকের দিকে, জাল বিছিয়ে তদন্তে NIA

কলকাতা থেকে বসেই দেশের বিভিন্ন প্রান্তের টিকিট কাটতো আল কায়দার জঙ্গিরা। মূলত নিউ মার্কেট এলাকা থেকেই কাটা হয়েছে একাধিক এলাকার টিকিট। নিউ মার্কেট এলাকা থেকেই সংগ্রহ করা হচ্ছে সিমকার্ডও। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল এনআইএর হাতে।

কলকাতার এক অ্যাপ বাইক চালকের দিকে সন্দেহের তীর গেল এক অ্যাপ বাইক চালকের দিকে। ইতিমধ্যেই তলব করা হয়েছে তাকে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত বছরের মে মাসে চার বাংলাদেশিকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। এই চার সদস্য ভারতিয় আল কায়দা তথা আকিসের সদস্য বলে সন্দেহ গুজরাট পুলিশের। এই চারজনকে পুলিশের হেফাজতে নেওয়ার পরে জানা যায়, চার আল কায়দা জঙ্গিরা চোরাপথে উত্তর ২৪ পরগনার সীমান্ত পার হয়ে কলকাতায় আসে। এবং কলকাতারই একটা ডেরায় থাকে।

Latest Videos

গোয়েন্দাদের দাবি, ভুয়ো পরিচয়পত্র দেখেই তারা কলকাতার হোটেলে ওঠে। দেশের বিভিন্ন প্রান্তে যারা আল কায়দাদের উপর সহানুভূতিশীল তাদের থেকে তহবিল সংগ্রহ করাই ছিল তাদের কাজ বলে জানা গিয়েছে। এরপর সামাজিক মাধ্যমে বিভিন্ন যুবকদের সঙ্গে যোগাযোগ করে মগজ ধোলাইও করত এই চার জঙ্গি। এই কাজের জন্য সারা দেশে ঘুরে বেড়াতে তারা।

এই চারজনের মোবাইল পরীক্ষা করে এনআইএ আধিকারিকরা কয়েকটি মোবাইল নম্বর পান। ওই মোবাইল নম্বরের সূত্র ধরেই বেনিয়াপুকুর এলাকায় এলাকায় একটি চারতলা বাড়ির দোতলায় হানা দেয় এনআইয়ে।

ওই চারতলা বাড়ির দোতলায় এক ব্যক্তি জানান অভিযুক্ত ওই যুবক তার সামান্য আত্মীয় মাত্র। কিন্তু কেন আল কায়দা জঙ্গিদের সাহায্য করছিল ওই যুবক, তার তদন্ত করছে এনআইএ।

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
ভেজাল স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Suvendu Adhikari-র, দেখুন | Suvendu Adhikari
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee