ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি, শাল বিক্রেতা আত্মীয় সেজে আত্মগোপন বাংলায়

Published : Dec 22, 2024, 04:42 PM IST
 pakistan terrorist

সংক্ষিপ্ত

শনিবার রাতে ক্যানিং হাসপাতাল মোড় থেকে গ্রেফতার করা হয়েছে শ্রীনগরের বাসিন্দা জাভেদ মুন্সিকে। জানা গিয়েছে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল। 

ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে এক জঙ্গিকে। অনুমান ধৃত ব্যক্তি কাশ্মীরের বাসিন্দা । জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। কাশ্মীর ও কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে জঙ্গিকে। ধৃত ব্যক্তি কয়েক দিন ধরেই ক্যানিং-এ শাল বিক্রেতার ছদ্মবেশে লুকিয়ে ছিল। সূত্রের খহর পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য ধৃত ব্যক্তি।

শনিবার রাতে ক্যানিং হাসপাতাল মোড় থেকে গ্রেফতার করা হয়েছে শ্রীনগরের বাসিন্দা জাভেদ মুন্সিকে। জানা গিয়েছে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল। সেখানেই আত্মগোপন করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে কাশ্মীর ও রাজ্য পুলিশ হানা দেয়। তারপর গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর , গত কয়েক বছর ধরেই ক্যানিং -এ শীতের সময় শাল বিক্রি করার জন্য আসত গোলাম মহম্মদ নামের এক ব্যক্তি। শীতের এই সময় মাসখানেক থাকত ক্যানিং। বাড়ি বাড়ি ঘুরে শাল বিক্রি করত। ক্যানিং-এ মুনাব্বর পিয়াদা নামে এক ব্যক্তির ঘর ভাড়া নিয়ে স্ত্রীকে নিয়ে ছিল। স্ত্রীর নাম তবসুম বিবি।

শুক্রবার সেই ঘরেই আসেন গোলামের দূরসম্পর্কের আত্মীয়। স্থানীয় বাসিন্দারা পুরনো শালবিক্রেতার আত্মীয় ভেবে সন্দেহ করেনি। কারণ গোলামের সঙ্গে এলাকার সকলেই পরিচয় আর সুসম্পর্ক ছিল। কিন্তু জাভেদের আত্মীয় হল পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিক - উল - মুদাহিদিনের সক্রিয় সদস্য। জাভেদের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় জঙ্গি কার্যকলাপের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য পুলিশের এসটিএফ ও ক্যানিং থানার পুলিশ- একত্রে অভিযান চালিয়ে পাকড়াও করে কাশ্মীরের জঙ্গিকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

২০২৬-এ কমে যাবে স্কুলের গরমের ছুটি? জানুন কতদিন ছুটিতে কাঁচি চালাল মধ্যশিক্ষা পর্ষদ
Adhir Ranjan Chowdhury: গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্য়াটিস বিক্রেতাকে মারধর! কী প্রতিক্রিয়া অধীরের