মে মাসেও নেই বৃষ্টির পূর্বাভাস! আরও বাড়বে গরমের দাপট, কবে স্বস্তি পাবেন বঙ্গবাসী?

তীব্র তাপপ্রবাহ! গরমের চোটে নাভিশ্বাস ছুটছে মানুষের। তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৪২ এর কাছাকাছি কিন্তু ৪৫ ডিগ্রির মতো তাপ অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়।

Anulekha Kar | Published : Apr 26, 2024 8:40 AM IST
17
কবে কমবে গরমের দাপট?

তীব্র তাপপ্রবাহ! গরমের চোটে নাভিশ্বাস ছুটছে মানুষের। তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৪২ এর কাছাকাছি কিন্তু ৪৫ ডিগ্রির মতো তাপ অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়।

27
কবে কমবে গরমের দাপট?

বৃষ্টির নামগন্ধ নেই। এখনও পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম পুরুলিয়াতে রয়েছে তাপ প্রবাহের সতর্কতা।

37
কবে কমবে গরমের দাপট?

তবে এই ভয়ঙ্কর গরম থেকে এখনই মুক্তি নেই। আগামী ৭ দিনেও কমবে না তাপমাত্রা এমনই জানিয়েছে হাওয়া অফিস। বরং ৫ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

47
কবে কমবে গরমের দাপট?

গরম কমবে না এপ্রিল মাসের বাকি দিনগুলোও। জ্বালাপোড়া সহ্য করতে হবে গোটা মাস।

57
কবে কমবে গরমের দাপট?

মে মাসেও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

67
কবে কমবে গরমের দাপট?

তবে শুধু পশ্চিমবঙ্গ নয়।গরমের দাপটে নাজেহাল উত্তর বঙ্গের জেলাগুলিতেও। ইতিমধ্যেই মালদহতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং ছাড়া রাজ্যের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

77
কবে কমবে গরমের দাপট?

তবে আপাতত মে মাসেও বৃষ্টির কোনও পূর্বাবাস নেই বঙ্গে। ঠিক কবে গরমের দাপট থেকে মুক্তি পাওয়া যাবে তার আশায় দিন গুণছে বঙ্গবাসী।

Share this Photo Gallery
click me!

Latest Videos