এবার থেকে মহিলাদের সঙ্গে পুরুষরাও পাবেন প্রচুর টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের পর রাজ্য সরকারের দুর্দান্ত পদক্ষেপ

পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণ মূলক প্রকল্প রয়েছে। যাতে উপকৃত হন রাজ্যের মহিলা পুরুষ সকলেই। এমন এক প্রকল্প যেখানে রাজ্যের পুরুষরাও দারুণভাবে উপকৃত হবে।

 

Saborni Mitra | Published : Oct 19, 2024 3:59 PM / Updated: Oct 19 2024, 04:00 PM IST
111
রাজ্যের জনকল্যাণ মূলক প্রকল্প

মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আসার পরই একাধিক জনকল্যাণ মূলক প্রকল্প চালু করেছেন। যাতে উপকৃত হচ্ছে রাজ্যের বহু মানুষ।

211
মহিলাদের পাশে উপকৃত পুরুষরাও

রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলিতে মহিলা দারুণভাবে উপকৃত হয়। পাশাপাশি বেশ কিছু প্রকল্প রয়েছে যাতে উপকৃত হয় পুরুষরাও।

311
বার্ধক্যভাতা

বার্ধক্যভাতা এমন একটি প্রকল্প যাতে উপকৃত হন রাজ্যের প্রচুর মানুষ। নারী পুরুষ নির্বিশেষে সকলেই উপকৃত হন এই প্রকল্পের মাধ্যমে।

411
বার্ধক্য ভাতার জন্য যোগ্যতা

৬০ বছরের বেশি বয়স্করাই এই প্রকল্পের গ্রাহক হয়ে থাকেন। বয়স্ক মনুষ , যাদের কর্মক্ষমতা কমে গেছে তাদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছে সরকার।

511
প্রকল্পের উদ্দেশ্যে

রাজ্যের বয়স্ক মানুষরা যাতে আর্থিকভাবে খানিক স্বাবলম্বী হয়ে উঠতে পারেন সেই কারণে এই প্রকল্পের সূচনা

611
বড় সিদ্ধান্ত নবান্নের

বার্ধক্য ভাতা নিয়ে এবর বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। যাতে আরও বেশি মানুষ উপকৃত হবেন।

711
উপকৃত হবে

এবার নতুন উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দেড় লক্ষ নতুন উপভোক্তা উপকৃত হবেন।

811
দ্রুত টাকা দেওয়ার প্রক্রিয়া

নবান্ন সূত্রের খবর এই প্রকল্পের টাকা যাতে দ্রুত গ্রাহকরা পেয়ে যায় তার জন্য তৎপরতা চলছে নবান্নে। দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

911
বয়সের ভাগ

বার্ধক্য ভাতার অধীনে রাজ্যের ৬০-৮০ বছরের বৃদ্ধ ও বৃদ্ধারা উপকৃত হবেন। এই টাকার কিছুটা দেয় কেন্দ্র। বাকিটা দেয় রাজ্য সরকার।

1011
টাকার পরিমাণ

প্রত্যের গ্রাহকে ১০০০ টাকা করে দেওয়া হয়। যারমধ্যে কেন্দ্র দেন ৩০০ টকা। বাকি টাকা দেয় রাজ্য।

1111
৮০র ওপর টাকা

৮০ বছরের বেশি বয়স্করা পেয়ে থাকেন ৫০০ করে টাকা। এই প্রকল্পে রাজ্যের খরচ হবে ১৫০ কোটি টাকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos