এবার থেকে মহিলাদের সঙ্গে পুরুষরাও পাবেন প্রচুর টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের পর রাজ্য সরকারের দুর্দান্ত পদক্ষেপ
পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণ মূলক প্রকল্প রয়েছে। যাতে উপকৃত হন রাজ্যের মহিলা পুরুষ সকলেই। এমন এক প্রকল্প যেখানে রাজ্যের পুরুষরাও দারুণভাবে উপকৃত হবে।
Saborni Mitra | Published : Oct 19, 2024 3:59 PM / Updated: Oct 19 2024, 04:00 PM IST
রাজ্যের জনকল্যাণ মূলক প্রকল্প
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আসার পরই একাধিক জনকল্যাণ মূলক প্রকল্প চালু করেছেন। যাতে উপকৃত হচ্ছে রাজ্যের বহু মানুষ।
মহিলাদের পাশে উপকৃত পুরুষরাও
রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলিতে মহিলা দারুণভাবে উপকৃত হয়। পাশাপাশি বেশ কিছু প্রকল্প রয়েছে যাতে উপকৃত হয় পুরুষরাও।
বার্ধক্যভাতা
বার্ধক্যভাতা এমন একটি প্রকল্প যাতে উপকৃত হন রাজ্যের প্রচুর মানুষ। নারী পুরুষ নির্বিশেষে সকলেই উপকৃত হন এই প্রকল্পের মাধ্যমে।
বার্ধক্য ভাতার জন্য যোগ্যতা
৬০ বছরের বেশি বয়স্করাই এই প্রকল্পের গ্রাহক হয়ে থাকেন। বয়স্ক মনুষ , যাদের কর্মক্ষমতা কমে গেছে তাদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু করেছে সরকার।
প্রকল্পের উদ্দেশ্যে
রাজ্যের বয়স্ক মানুষরা যাতে আর্থিকভাবে খানিক স্বাবলম্বী হয়ে উঠতে পারেন সেই কারণে এই প্রকল্পের সূচনা
বড় সিদ্ধান্ত নবান্নের
বার্ধক্য ভাতা নিয়ে এবর বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। যাতে আরও বেশি মানুষ উপকৃত হবেন।
উপকৃত হবে
এবার নতুন উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় দেড় লক্ষ নতুন উপভোক্তা উপকৃত হবেন।
দ্রুত টাকা দেওয়ার প্রক্রিয়া
নবান্ন সূত্রের খবর এই প্রকল্পের টাকা যাতে দ্রুত গ্রাহকরা পেয়ে যায় তার জন্য তৎপরতা চলছে নবান্নে। দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বয়সের ভাগ
বার্ধক্য ভাতার অধীনে রাজ্যের ৬০-৮০ বছরের বৃদ্ধ ও বৃদ্ধারা উপকৃত হবেন। এই টাকার কিছুটা দেয় কেন্দ্র। বাকিটা দেয় রাজ্য সরকার।
টাকার পরিমাণ
প্রত্যের গ্রাহকে ১০০০ টাকা করে দেওয়া হয়। যারমধ্যে কেন্দ্র দেন ৩০০ টকা। বাকি টাকা দেয় রাজ্য।
৮০র ওপর টাকা
৮০ বছরের বেশি বয়স্করা পেয়ে থাকেন ৫০০ করে টাকা। এই প্রকল্পে রাজ্যের খরচ হবে ১৫০ কোটি টাকা।