বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনিকেত মাহাতো। ছাড়া পেলেও এখনও শারীরিক ভাবে বেশ দুর্বল অনিকেত।
টানা ৬ দিন পরে হাসাপতাল থেকে ছাড়া পেলেন অনিকেত। চিকিৎসক সোমা মুখোপাধ্যায় জানিয়েছেন, নির্দিষ্ট সময় পর অনিকেত মাহাতোর প্রেসার মাপতে হবে। খেতে হবে প্রচুর পরিমাণ জল। আর আপাতত তিনি এখন অনশনে যোগ দিতে পারবেন না।"
অন্যদিকে আজ সাংবাদিক বৈঠক করেন জুনিয়র চিকিৎসকেরাও। এদিন অনশনরত বাকি ডাক্তারদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্যও জানান তাঁরা।
১০ দফা দাবি নিয়ে অনশনে বসেন জুনিয়র চিকিৎসকেরা। গত ৫ অক্টোবর ধর্মতলায় অনশনে বসেন তাঁরা।
৫ অক্টোবর অনশনেবসেন অনিকেত মাহাতো। তার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভর্তি করা হয় আরজিকরের জরুরি বিভাগে।
তবে আপাতত শারীরিক অবস্থা কিছুটা ভাল রয়েছে অনিকেত মাহাতো। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।
এদিন প্রসঙ্গে কিঞ্জল নন্দ বলেন, “অনিকেতের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ার পরও ও হাসপাতালে যেতে চাইছিল না। আমরা জোর করেই পাঠিয়েছিলাম।’”