কোটিপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সম্পত্তিতে লক্ষ লক্ষ টাকার বই, হাতে নগদ মাত্র ১২ হাজার টাকা

Published : May 04, 2024, 11:05 PM IST

তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন বিচারপতি। নির্বাচনী হলফনামায় তিনি জায়েছেন তাঁর আয় আর ব্যায়। 

PREV
110
অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়

কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। বর্তমানে তমলুকের বিজেপি প্রার্থী। নির্বাচনী হলফনামায় নিজের সম্পত্তির খতিয়ান দিয়েছেন।

210
হলফনামায় স্বীকার

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, তাঁর আয়ের মূল উৎসই হল পেনশন। রাজনীতিতে আসার আগে পুরদমে সরকারী চাকুরিজীবী ছিলেন মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন। তাই পেনশনও পান।

310
অভিজিতের আয়

নির্বাচনী হলফনামা অনুযায়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গত অর্থবর্ষে আয় ছিল ৫৯ লক্ষ ৩৬ হাজার টাকা। আগের বছর ছিল ৪২ লক্ষ টাকার বেশি। আর আগে বছর ৩৮ লক্ষের বেশি।

410
অভিজিতের হাতে নগদ

নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর হাতে নগদ রয়েছে মাত্র ১২ হাজার টাকা।

510
বিনিয়োগ অভিজিতের

সেভিং অ্য়াকাউন্টে টাকা গচ্ছিত রেখেছেন। পাশাপাশি ফিক্সড ডিপোজিট স্কিমেও বিনিয়োগ করেছেন। এলআইসিতে রয়েছে লক্ষাধিক টাকা।

610
অভিজিতের গাড়ি-বাড়ি

হলফনামা অনুযায়ী তার ৫ লক্ষ ৮২ হাজার টাকার একটি মারুতি গাড়ি রয়েছে। হাওড়ার ডোমজুড়ে একটি জমি রয়েছে। যার দাম ৬০ লক্ষ ৩৪ হাজার টাকা। সল্টলেকে একটি ফ্ল্যাট রয়েছে। সেটি ২০২১ সালে ৮০ লক্ষ টাকায় কিনেছিলেন। বর্তমান মূল্য ৮৫ লক্ষ টাকা।

710
অভিজিতের গয়নাগাটি

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাথে রয়েছে দুটি মূল্যবান পাথর। সেনার আংটি। যার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

810
অভিজিতের সম্পদ বই

নির্বাচনী হলফনামা অনুযায়ী তাঁর বিলাশ বই-এর সম্ভার রয়েছে। তাঁর কাছে প্রায় ১২ লক্ষ টাকার আইনের বই রয়েছে।

910
অস্থাবর সম্পত্তি

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণে ৩ কোটি ৭ লক্ষ ২১ হাজার ১৫২ টাকা।

1010
মোট অস্থাবর সম্পদ

তাঁর কাছে মোট ১ কোটি ৫৫ লক্ষ ৩৮ হাজার ৪৭২ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ঋণ রয়েছে ৫০ লক্ষ টাকার।

click me!

Recommended Stories