এই দেবীর কাছে মানত করলেই চাকরি পাকা, নিমেষে বদলে যাবে জীবন! কোথায় এই সার্ভিস কালীর মন্দির?

Published : May 18, 2024, 03:06 PM ISTUpdated : May 18, 2024, 03:07 PM IST
Kali Mata

সংক্ষিপ্ত

এই দেবীর কাছে প্রার্থনা করলেই চাকরি পাকা!  কাজের আশায় ভিড় করেন হাজার হাজার মানুষ

এই দেবীর কাছে প্রার্থনা করলেই চাকরি পাকা! এমনই বিশ্বাস করেন ভক্তরা। মায়ের কাছে যেই প্রার্থনা করেছেন সেই চাকরি পেয়েছেন। তাই এই মন্দিরের নাম সার্ভিস কালীর মন্দির।

কিন্তু কোথায় রয়েছে এই মন্দির? বাঁকুড়ার সোনামুখীতে রয়েছে এই বিশেষ মন্দির। বাঁকুড়া থেকে ৫০ কিমি দূরে অবস্থিত সার্ভিস কালীর এই মন্দির। দেবীর কাছে মানত করলেই চাকরি পাওয়া যায় বলে দাবি ভক্তদের । সারা বছর চাকরির আসায় এই মন্দিরে গিজ গিজ করে ভক্তদের ভিড়।

লোকমুখে শোনা যায় এই দেবীর কাছে মানত করলে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরিও পাওয়া যায়। তাই এই মন্দিরে দূর-দূরান্ত থেকে ভিড় করেন মানুষ।

এই এলাকার কিছু মানুষের দাবি। বহু দিন ধরে এই এলাকায় বাস সার্ভিস ছিল না। পরে দেবীর কাছে মাত্র ষোলোআনা দিয়ে মানত করতেই অল্প দিনের মধ্যেই শুরু হয়ে যায় বাস সার্ভিস।

তাই জাগ্রত এই মায়ের মন্দিরে কাজের আশায় মানত করেন হাজার হাজার ভক্ত। মানত পূরণ হলে অবশ্য সামর্থ মতো উপহারও দিয়ে যান এই দেবীকে।

PREV
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক