রাজু বিস্তার সম্পত্তি ৫ বছরে বেড়েছে ৩১ কোটি টাকা, ছবিতে দেখুন দার্জিলিংএর বিজেপি প্রার্থীর সম্পত্তির হিসেব

দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। নির্বাচনী হলফনামা অনুযায়ী পাঁচ বছরে তাঁর সম্পদের পরিমাণ ৩১ কোটি টাকা বেড়েছে। নির্বাচনী হলফনামা অনুযায়ী সামনে এসেছে তথ্য।

 

Saborni Mitra | Published : Apr 24, 2024 10:40 AM IST
110
রাজু বিস্তা

২০১৯ সালে রাজু বিস্তাকে দার্জিলিংএর প্রার্থী করেছিল বিজেপি। এবারও তাঁকে প্রার্থী করেছে বিজেপি।

210
রাজু বিস্তার সম্পত্তি

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনী হলফনামা জমা দিতে হয় কমিশনে। সেখানে জমা দেওয়া তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে প্রায় ৩১ কোটি টাকা সম্পত্তি বেড়েছে তাঁর।

310
রাজু বিস্তার নগদ

নির্বাচনী হলফনামা অনুযায়ী রাজু বিস্তার হাতে বর্তমানে ৭৩ হাজার ৪০৪ টাকা নগদ রয়েছে।

410
রাজু বিস্তার স্ত্রীর নগদের পরিমাণ

রাজু বিস্তার স্ত্রীর হাতে নগদ টাকার পরিমাণ ১৩ হাজার ৩২৪ টাকা।

510
রাজু বিস্তার অস্থাবর সম্পত্তি

রাজু বিস্তার ব্যাঙ্ক, বিমা, সোনা ও শেয়ার মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২ কোটি ৩৬ লক্ষ ৮৪ হাজার ৩৭০ কোটি টাকা। সোনা রয়েছে ৬০৬ গ্রাম।

610
রাজু বিস্তার স্ত্রীর সম্পত্তি

স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ লক্ষ ৪৯ হাজার ৪৫৩ টাকা। স্ত্রীর সোনা রয়েছে ৫ কোটি ৪২ লক্ষ৫ হাজার ৫৬১ টাকা। স্বামী স্ত্রীর সম্পত্তির পরিমাণ ২৭ কোটি ৮০ লক্ষ টাকা।

710
রাজু বিস্তার স্থাবর সম্পত্তি

নির্বাচনী হলফনামা অবুযায়ী রাজু বিস্তার স্থারব সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৩০ লক্ষ ৯২ হাজার ৫ টাকা। তাঁর কৃষি জমি যেমন রয়েছে। তেমনই সাধারণ জমিও রয়েছে।

810
রাজু বিস্তার বাড়ি

রাজু বিস্তার দুটি আবাসিক বিল্ডিং রয়েছে। দুটির বাজারমূল্য প্রায় ১৬ কোটি ৪৭ লক্ষ ৬ হাজার ৬২৮ টাকা।

910
২০১৯ সালের হলফনামা

২০১৯ সালের হলফনামা অনুযায়ী রাজু বিস্তার হাতে সেই সময় ২.৯৫ লক্ষ টাকা নগদ ছিল। স্ত্রীর হাতে ছিল প্রায় ৪ হাজার টাকা। দম্পতির অস্থাবর সম্পত্তি ছিল ৭ কোটি ৪২ লক্ষ টাকা ও স্থাবর সম্পত্তি ছিল ৫ কোটি ৫০ লক্ষ টাকা। সেই অনুযায়ী সম্পত্তির পরিমাণ ৩১ কোটি টাকা।

1010
রাজু বিস্তার সংস্থা

রাজু বিস্তা সুরিয়া ও ইউরেকা ফোর্বসের মত সংস্থার মালিক। আরও বেশি কিছু সংস্থায় বড় বিনিয়োগ ছিল তাঁর।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos