ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা,জেনে নিন কেমন প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে? কেমন থাকবে আজকের আবহাওয়া

ফের বদল হতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আসছে আরও এক নতুন ঘূর্ণিঝড়। ঝড়ের নাম আসনা।

 

Sayanita Chakraborty | Published : Sep 3, 2024 1:08 AM IST
110

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগতে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় আসনা। এর প্রভাবে বৃষ্টি হবে ওড়িশা ও বাংলা উপকূলে।

210

আজ থেকে নতুন করে বদল হতে চলেছে আবহাওয়া। জানা গিয়েছে, সাগতে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

310

নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভিজতে পারে। হতে পারে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা আছে নদীয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

410

উত্তরবঙ্গের ৫ জেলায় হতে পারে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে।

510

রাজ্যের দিয়ে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসলেও বৃষ্টি হবে না বাংলায়। জানা গিয়েছে, গুজরাট উপকূলে একটি গভীর নিম্মচাপ সৃষ্টি হয়েছে। যা আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সাগরে পতিত হবে। তাই গুজরাতে ভারী বৃষ্টি হবে।

610

এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনও সতর্কতা জারি হয়নি। হালকা বৃষ্টি হতে পারে বলে খবর।

710

আজ সকাল থেকে রৌদ্রঝলমল আকাশ থাকলেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েকদিন ধরে চলতে পারে বৃষ্টি।

810

একদিকে কদিন শুষ্ক পরিস্থিতি থাকায় ফের বেড়েছিল গরমের পারদ। কিন্তু, ফের স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর।

910

কলকাতা সংলগ্ন এলাকায় রয়েকদিন হতে পারে বৃষ্টি। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে।

1010

সব মিলিয়ে বদল হতে পারে কলকাতার আবহাওয়া। আপাতত আজ রৌদঝলমলে আকাশ আছে। এখন দেখার কখন সেই আবহাওয়ার ভোল বদল হয়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos