আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগতে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় আসনা। এর প্রভাবে বৃষ্টি হবে ওড়িশা ও বাংলা উপকূলে।
210
আজ থেকে নতুন করে বদল হতে চলেছে আবহাওয়া। জানা গিয়েছে, সাগতে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
310
নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা ভিজতে পারে। হতে পারে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা আছে নদীয়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
410
উত্তরবঙ্গের ৫ জেলায় হতে পারে বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে।
510
রাজ্যের দিয়ে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসলেও বৃষ্টি হবে না বাংলায়। জানা গিয়েছে, গুজরাট উপকূলে একটি গভীর নিম্মচাপ সৃষ্টি হয়েছে। যা আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সাগরে পতিত হবে। তাই গুজরাতে ভারী বৃষ্টি হবে।
610
এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনও সতর্কতা জারি হয়নি। হালকা বৃষ্টি হতে পারে বলে খবর।
710
আজ সকাল থেকে রৌদ্রঝলমল আকাশ থাকলেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েকদিন ধরে চলতে পারে বৃষ্টি।